৯ জানুয়ারির পর আবারো শৈত্যপ্রবাহ
- নয়া দিগন্ত অনলাইন
- ০৫ জানুয়ারি ২০২৫, ১৯:২২
দেশে ৯ জানুয়ারির পর আবার মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার পূর্বাভাস রয়েছে। একই সাথে মাসের মাঝামাঝি সময়ে যশোর, চুয়াডাঙ্গা, খুলনা ও বরিশালসহ উত্তর ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।
রোববার বাংলাদেশ আবহাওয়া অধিদফতর (বিএমডি) পূর্বাভাস দিয়েছে, বৃহস্পতিবারের পর আবারো দেশে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। তবে মাসজুড়েই কুয়াশা থাকবে বলে জানানো হয়েছে।
বিএমডি’র আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক আজ বাসসকে বলেন, চলতি মাসে দেশের পশ্চিম, উত্তর-পশ্চিম, উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে এক থেকে দুটি মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।
আবহাওয়া অফিস জানিয়েছে, এছাড়া চলতি মাসের মাঝামাঝি সময়ে দেশের উত্তর ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।
তবে সূর্যের দেখা দেয়ায় আগামী দুই থেকে তিন দিন তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলে আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে। তবে সকাল ও রাতে মানুষ ঠান্ডায় ভুগতে পারে।
তিনি বলেন, পঞ্চগড় জেলার ওপর দিয়ে বর্তমানে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। ৯ জানুয়ারির পর মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ ফিরতে পারে। আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক আজ বাসসকে বলেন, ওই সময়ে দেশের কিছু অঞ্চলে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে।
বুধবার প্রকাশিত বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের জানুয়ারি মাসের মাসিক পূর্বাভাসে বলা হয়েছে, ঘন কুয়াশার কারণে সারা দেশে, বিশেষ করে উত্তরাঞ্চলে সূর্য বিলম্বে দেখা যাওয়ায় তাপমাত্রা দ্রুত হ্রাস পাচ্ছে।
এছাড়া জানুয়ারিতে দেশের অন্যত্র দুই থেকে তিনটি মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ দেখা যেতে পারে। আজ সকাল থেকে আগামী ২৪ ঘণ্টা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বিএমডি।
সকাল ৯টায় শুরু হওয়া পূর্বাভাসে বলা হয়েছে, দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
উপমহাদেশীয় উচ্চচাপ বলয় পশ্চিমবঙ্গ ও সংযুক্ত অঞ্চল পর্যন্ত বিস্তৃত। মৌসুমী লঘুচাপটি দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যা উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।
মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রংপুর বিভাগের তেতুলিয়ায় ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস এবং ঢাকা মহানগরীতে ১৫ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) পাটুরিয়া ঘাট সূত্র জানায়, ঘন কুয়াশার কারণে পদ্মা নদীতে পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল আজ ভোররাত থেকে বন্ধ ছিল।
বিআইডব্লিউটিসি পাটুরিয়া ঘাটের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) নাসির মাহমুদ চৌধুরী জানান, রোববার বেলা ১টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। ঘন কুয়াশার কারণে আরিচা-কাজিরহাট ফেরি চলাচলও বন্ধ রয়েছে।
সূত্র : বাসস
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা