০৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১, ৫ রজব ১৪৪৬
`

দুই-তিন দিনের মধ্যে আবারো আসতে পারে শৈত্যপ্রবাহ

দুই-তিন দিনের মধ্যে আবারো আসতে পারে শৈত্যপ্রবাহ - ফাইল ছবি

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আজ শনিবার রোদের দেখা পাওয়া গেছে। সেইসাথে চলমান শৈত্যপ্রবাহ আপাতত বিদায় নিলেও দুই-তিন দিনের মধ্যে তা আবারো ফিরে আসতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আগামী দুই-তিন দিনের তাপমাত্রা কিছুটা বাড়তির দিকে থাকবে। দিনের বেলায় রোদ উঠবে, শীতও কিছুটা কমবে। তবে সকাল ও রাতে শীতের কষ্ট রয়ে যাবে। সেইসাথে কুয়াশার দাপটও থাকবে।

দেশের বেশির ভাগ এলাকা থেকে আপাতত শৈত্যপ্রবাহ বিদায় নিয়েছে জানিয়ে আবহাওয়া দফতর বলেছে, ৮ জানুয়ারি থেকে দেশের অনেক স্থানে আবারো শৈত্যপ্রবাহ শুরু হতে পারে। মাসের বাকি সময়জুড়ে থেমে থেমে শৈত্যপ্রবাহ থাকতে পারে। আর মাঝামাঝি সময়ে দেশের উত্তরাঞ্চল এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলে তীব্র শৈত্যপ্রবাহ শুরু হতে পারে। অন্য বছরগুলোর তুলনায় এবার কুয়াশা বেশি থাকায় শীতের কষ্ট বেশি হতে পারে।

এদিকে, আজ শনিবার সকাল থেকে শীতের অনুভূতি কিছুটা কমেছে। তবে ভোরে শুক্রবারের চেয়ে তাপমাত্রা বেশি কমেছে। শুক্রবার ভোর ৬টায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। শনিবার ভোরে তা আরো কমে ১৩ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে। যদিও সকাল গড়াতে সেই তাপমাত্রা বাড়ে। রাজধানীতে আজ দিনের তাপমাত্র সর্বোচ্চ ১৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে ওঠে।

আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানিয়েছেন, জানুয়ারি মাসের পুরো সময় থেমে থেমে শৈত্যপ্রবাহ চলবে। তবে আগামী কয়েক দিন দিনে রোদ বেশি দেখা যাবে। এ কারণে শীতের দাপট কিছুটা হলেও কমতে পারে। দুই-তিন দিনের মধ্যে আবারো শৈত্যপ্রবাহ শুরু হতে পারে।

আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামীকাল রোববার মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের বেশির ভাগ এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা থাকতে পারে। এতে দৃষ্টিসীমা কমে আসতে পারে; অর্থাৎ বেশি দূরের জিনিস দেখা যাবে না। ফলে নৌপথ, স্থলপথ ও আকাশপথে যানবাহন চলাচল বাধাগ্রস্ত হতে পারে। বিশেষ করে নৌপথে সবচেয়ে বেশি সমস্যা হতে পারে।

পূর্বাভাসে আরো বলা হয়েছে, দিনে কুয়াশা বেশি থাকায় শীতের অনুভূতি বেড়ে যেতে পারে। তবে দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।


আরো সংবাদ



premium cement
যুক্তরাজ্যের ব্যবসায়ীদের জ্বালানি ও প্রযুক্তিখাতে বিনিয়োগের আহ্বান অর্জিত বিজয় অর্থবহ করতে জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে : জামায়াত আমির বিমানবন্দর থেকে আওয়ামী লীগ নেতা আটক ঢাকার ট্রাফিক ব্যবস্থার উন্নয়নে জোরাল অভিযানের সিদ্ধান্ত বিআইআইএফ’র হিউম্যান ক্যাপিট্যাল ফর ফিনান্সিয়াল শীর্ষক সেমিনার অনুষ্ঠিত সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন হলে সব দলের জন্য ভালো হবে : চরমোনাই পীর ঢাকায় আসছেন ইআইবির ভাইস প্রেসিডেন্ট ওয়ান স্টপ সার্ভিস পোর্টালের নতুন সংস্করণ চালু করল বিডা ফেনীতে ছাত্রলীগ নেতাকে আটক করে পুলিশে সোপর্দ রশিদের ঘূর্ণিতে জিম্বাবুয়েকে হারিয়ে সিরিজ জিতল আফগানিস্তান আগামী মাসে প্রতিষ্ঠিত হবে ‘জুলাই গণঅভ্যুত্থান অধিদফতর’ : নাহিদ

সকল