০৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১, ৫ রজব ১৪৪৬
`

উত্তরাঞ্চলে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে

- ছবি - ইন্টারনেট

দেশের উত্তরাঞ্চলে আগামী পাঁচ দিনের মধ্যে হালকা বৃষ্টি অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

শনিবার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, আজ সকাল ৯টা থেকে আগামী পাঁচ দিনের মধ্যে এই বৃষ্টি শুরু হতে পারে।

এতে আরো বলা হয়েছে, ‘পঞ্চগড়ের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।’

এছাড়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

এছাড়া ঘন কুয়াশার কারণে আকাশপথে চলাচল, অভ্যন্তরীণ নৌপরিবহন ও সড়ক যোগাযোগ সাময়িকভাবে বিঘ্নিত হতে পারে।

সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা দুয়েক ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে।

এদিকে রাত এবং দিনের তাপমাত্রা বৃহস্পতিবার পর্যন্ত কমতে পেতে পারে।

উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন অঞ্চল পর্যন্ত বিস্তৃত রয়েছে।

মৌসুমের স্বাভাবিক লঘুচাপটি দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement
মেট্রোরেলের সেবায় ভ্যাট অব্যাহতি হেসেখেলেই সিলেটকে উড়িয়ে দিলো রংপুর মেরুদণ্ডহীনদের গুরুত্বপূর্ণ পদে বসিয়ে রেখে কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব নয় অগ্নিনির্বাপণকর্মী নয়নের পরিবারকে পাঁচ লাখ টাকা দিলো স্বরাষ্ট্র মন্ত্রণালয় ফরিদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র সমাবেশ মঞ্চে কেন্দ্রীয় নেতারা রংপুরকে বড় লক্ষ্য দিলো সিলেট ম্যানইউর সাথে ঘরের মাঠে ড্র করল লিভারপুল মোসাদ্দেককে দলে ভেড়ালো ঢাকা, এসেছেন সাইদ আজমলও শৈলকুপায় ফুলকপি বিক্রিতে লোকসান, হতাশা চাষিরা চিকিৎসক-নার্সসহ বিএসএমএমইউয়ের ১৫ জন বরখাস্ত বর্ষীয়ান আলী আকবর হারিয়ে গেছেন, তথ‌্য দি‌য়ে সহায়তার আহ্বান

সকল