০৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ন ১৪৩১,
`

শীত নিয়ে নতুন যে বার্তা দিলো আবহাওয়া অফিস

শীত নিয়ে নতুন যে বার্তা দিলো আবহাওয়া অফিস - ছবি : সংগৃহীত

দেশে শীত চলে এসেছে। দিনে তেমন বুঝা না গেলেও রাত হলেই শীত অনুভূত হতে থাকে। এমন পরিস্থিতিতে আগামী তিন দিন রাতের তাপমাত্রা আরো কমতে পারে। একই সাথে শেষরাত থেকে ভোর পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

সোমবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় দেয়া আবহাওয়া অধিদফতরের ৭২ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, মঙ্গলবার (৩ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। একই সাথে রাতের তাপমাত্রা হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। শেষরাত থেকে ভোর পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

বুধবার (৪ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। আর রাতের তাপমাত্রা এক থেকে দু’ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। কুয়াশার অবস্থা একই রকম থাকতে পারে।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এদিন রাত এবং দিনের তাপমাত্রা হ্রাস পেতে পারে। এছাড়া কুয়াশার অবস্থা অপরিবর্তিত থাকতে পারে।


আরো সংবাদ



premium cement