৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ন ১৪৩১, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

বঙ্গোপসাগরের ওপর দিয়ে উত্তর-পশ্চিমে এগিয়ে যাচ্ছে ‘ফিনজাল’

ঘূর্ণিঝড় ‘ফিনজাল’, চার সমুদ্রবন্দরকে ২ নম্বর সংকেত - ছবি : সংগৃহীত

দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ফিনজালের প্রভাবে বাংলাদেশের সমুদ্রবন্দরগুলোকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

শনিবার আবহাওয়া অধিদফতরের বিশেষ বুলেটিনে জানানো হয়েছে, সকাল ৬টায় ফিনজাল চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৬৫০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৬০৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৫০৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৫১৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল।

ঘূর্ণিঝড়টির কেন্দ্রের কাছে ঘণ্টায় ৬২ কিলোমিটার বেগে বয়ে যাওয়া ঝড়টি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে।

শনিবার দুপুরের দিকে উত্তর তামিলনাড়ু উপকূলে এটি আছড়ে পড়বে বলে ধারণা করা হচ্ছে।

ঘূর্ণিঝড় কেন্দ্রের কাছে সাগর খুবই উত্তাল থাকায় উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি সাবধানে থাকতে বলা হয়েছে।

ঘূর্ণিঝডড়ের কারণে বাংলাদেশের উপকূলে তাৎক্ষণিক কোনো হুমকির বার্তা না থাকলেও, এটির অগ্রগতির সাথে সাথে কর্তৃপক্ষ সতর্ক রয়েছে।
সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement