১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

সারাদেশে হালকা বৃষ্টি-কুয়াশার পূর্বাভাস আবহাওয়া অধিদফতরের

- ছবি : প্রতীকী

সারাদেশে হালকা বৃষ্টি ও কুয়াশার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।

সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়ার পূবাভাসে আরো বলা হয়, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’য়েক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া ভোরের দিকে দেশের নদ-নদী অববাহিকার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আজ ১৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement