২৬ অক্টোবর ২০২৪, ১০ কার্তিক ১৪৩১, ২২ রবিউস সানি ১৪৪৬
`

ঘূর্ণিঝড় ‘দানা’ স্থল নিম্নচাপে পরিণত

ঘূর্ণিঝড় ‘দানা’ স্থল নিম্নচাপে পরিণত - ছবি : সংগৃহীত

ভারতের উত্তর ওড়িশা ও সংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘দানা’ উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও দুর্বল হয়ে বর্তমানে স্থল নিম্নচাপে পরিণত হয়ে একই এলাকায় অবস্থান করছে।

এটি আরো পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ধীরে ধীরে দুর্বল হয়ে গুরুত্বহীন হয়ে পড়বে বলে শনিবার (২৬ অক্টোবর) আবহাওয়ার এক পূর্বাভাসে বলা হয়েছে।

এতে বলা হয়, আজ সকাল ৯টা থেকে পরের ২৪ ঘণ্টায় খুলনা, রাজশাহী ও রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় এবং বরিশাল, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এতে আরো বলা হয়, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এছাড়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement