১৭ অক্টোবর ২০২৪, ১ কার্তিক ১৪৩০, ১৩ রবিউস সানি ১৪৪৬
`

দূরবর্তী সতর্ক সঙ্কেত নামানোর নির্দেশ, হতে পারে বৃষ্টি

- ছবি : বিবিসি

দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি আজ বৃহস্পতিবার সকাল ৮টায় ভারতের উত্তর তামিল নাড়ু-দক্ষিণ অন্ধ্র উপকূল অতিক্রম করে বর্তমানে উত্তর চেন্নাইয়ের কাছে অবস্থান করছে।

বাংলাদেশে সেটির প্রভাব এখন আর তেমন নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

বৃহস্পতিবার সকালে আবহাওয়া অধিদফতরের বিশেষ বিজ্ঞপ্তিতেও বলা হয়েছে, সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা নাই।

তাই, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে এক নম্বর দূরবর্তী সতর্ক সঙ্কেত নামিয়ে ফেলতে বলা হয়েছে।

তবে, গতকাল বুধবার থেকে ঢাকায় এক ধরনের কুয়াশাচ্ছন্ন আবহাওয়া দেখা যাচ্ছে।

আবহাওয়াবিদ মনোয়ার হোসেন বলেন, গত ১৫ অক্টোবর বাংলাদেশ থেকে মৌসুমী বায়ু বিদায় নিয়েছে।

তিনি আরো জানান, ‘এখন বাতাসের গতি পরিবর্তন হয়েছে। মানে পশ্চিমা বাতাস শুরু হয়েছে। মনসুন বিদায়ের সময় এমনটা হয়। আজ ও আগামীকাল ঢাকা ও রাজশাহীর অনেক জায়গায় বৃষ্টি হবে।

এছাড়া, খুলনা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে।

সূত্র : বিবিসি


আরো সংবাদ



premium cement