১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১, ১৫ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

আশুলিয়ায় শ্রমিকদের ত্রিমুখী সংঘর্ষে নারী শ্রমিক নিহত

-

শিল্পাঞ্চল আশুলিয়ায় পোশাক শ্রমিকদের ত্রিমুখী সংঘর্ষে রোকেয়া বেগম নামে এক নারী শ্রমিক নিহত হয়েছেন। এ সংঘর্ষে আহত হয়েছেন অন্তত আরো ১০ জন। ঘটনার পর থেকে ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
গতআল মঙ্গলবার দুপুরে শিল্প পুলিশ-১ এর সুপার সারোয়ার আলম বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে সকাল ৯টার দিকে আশুলিয়ার জিরাবো-বিশমাইল আঞ্চলিক সড়কের পাশে জিরাবো পুকুরপাড় এলাকার ম্যাসকট গার্মেন্টের সামনে এ ঘটনা ঘটে।
নিহত রোকেয়া বেগম গাইবান্ধা সদর উপজেলার বাঘবাড়িয়া সরদারপাড়া গ্রামের খোকা মিয়ার মেয়ে। তিনি জিরাবো পুকুরপাড় লোকমানের ভাড়া বাসায় থেকে ম্যাসকট গার্মেন্টে সহকারী অপারেটর হিসেবে কর্মরত ছিলেন। তার দুই মেয়ে ও এক ছেলে রয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, ম্যাসকট কারখানাটি মঙ্গলবার খুলে দেয়ার কথা ছিল। সকালে শ্রমিকরা কারখানায় এসে শ্রম আইনের ১৩ (১) ধারা মোতাবেক বন্ধ দেখতে পান। পরে তারা কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন এ সময় পাশের রেডিয়্যান্স ও সাউদার্ন কারখানা থেকে তাদের উদ্দেশ্য করে ইটপাটকেল নিপে করতে থাকে। এতে তাদের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। সংঘর্ষ চলাকালে ইটপাটকেলের আঘাতে ম্যাসকট গার্মেন্টের নারী শ্রমিক রোকেয়া গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে দ্রুত স্থানীয় পিএমকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ সংঘর্ষে আহত হয়েছেন কমপক্ষে আরো ১০ জন শ্রমিক। তারা স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

শ্রমিকরা জানান, মঙ্গলবার কারখানা খোলা রাখার কথা ছিল। কিন্তু সকালে ম্যাসকট গার্মেন্টের সামনে তারা কারখানা গেটে বন্ধের নোটিশ দেখতে পান। এতে তারা ক্ষিপ্ত হয়ে কারখানার সামনের (জিরাবো-বিশমাইল) সড়কে বসে পড়েন। এ সময় পাশের রেডিয়্যান্স ও সাউদার্ন থেকে কিছু শ্রমিক ইটপাটকেল ছুড়তে থাকে। এতে তিন কারখানার শ্রমিকদের সাথে সংঘর্ষ বেধে যায়। তখন ইটের আঘাতে ম্যাসকট কারখানার নারী শ্রমিক রোকেয়া গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ দিকে বেলা ২টার দিকে মালিকপক্ষ কারখানায় আসার পর তাদের সাথে শ্রমিক প্রতিনিধি ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে নিহত শ্রমিককে ক্ষতিপূরণসহ শ্রমিকদের দাবি-দাওয়া মেনে নেন কর্তৃপক্ষ। এ ছাড়া আগামী শনিবার থেকে কারখানা চালুর উদ্যোগ নেয়া হবে বলে সিদ্ধান্ত হয়। পরে শ্রমিকরা বাড়ি ফিরে যান।
শিল্প পুলিশ-১ এর সুপার সারোয়ার আলম জানান, ম্যাসকটের মালিক পক্ষকে বারবার বলেছি কারখানা খোলা রাখার জন্য। কিন্তু তারা কারখানা না খুলে বন্ধই রাখেন। সকালে ম্যাসকট গার্মেন্টের শ্রমিকদের সাথে পাশের রেডিয়্যান্স কারখানার শ্রমিকদের সংঘর্ষ হয়। ফলে পাশের সাউদার্ন কারখানার শ্রমিকদের সাথেও সংঘর্ষ হয়। ফলে ত্রিমুখী সংঘর্ষে জড়িয়ে পড়েন তারা। এ সময় ইটের আঘাতে ম্যাসকট কারখানার একজন নারী শ্রমিক নিহত হন। আহত হন বেশ কয়েকজন।
এসপি আরো জানান, দুপুরের দিকে মালিকপক্ষ, শ্রমিক প্রতিনিধি ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে আলোচনা হয়। আলোচনায় মালিক পক্ষ শ্রমিকদের দাবি মেনে নেন এবং নিহতের পরিবারকে ক্ষতিপূরণ দেয়ার আশ্বাস দিলে শ্রমিকরা চলে যান। এ সময় ঘটনাস্থলে সেনাবাহিনীর পাশাপাশি শিল্প পুলিশ, বিজিবি, জেলা পুলিশ, র‌্যাব সদস্যরা মোতায়েন ছিল।

 

 

 


আরো সংবাদ



premium cement
ইসরাইল কি হামাসকে ধ্বংস করতে পারে? রাঙ্গাবালীতে ভোক্তা ঠকানোর দায়ে ৯ জনকে অর্থদণ্ড ব্যাংকিং সেক্টর রিফর্মে বাংলাদেশকে সহায়তা করবে বিশ্বব্যাংক : অর্থ উপদেষ্টা ঢাবি ও জাবিতে গণপিটুনিতে হত্যা প্রসঙ্গে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা পাকুন্দিয়ায় মাদরাসাছাত্রীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় ছাত্রীর মাকে মারধর সুশীলতার আড়ালে হারিয়ে যাচ্ছে বিপ্লবের মূল্যবোধ বেক্সিমকো গ্রুপের সম্পত্তি দেখভালে রিসিভার নিয়োগের আদেশ সেনাবাহিনীকে ক্ষমতা দেয়ার বিষয়টি পুনর্বিবেচনা করতে বললেন মির্জা ফখরুল খালেদা জিয়াকে বিদেশে নেয়ার প্রস্তুতি সম্পন্ন : ডা. জাহিদ মহাদেবপুরে স্বামীর লাঠির আঘাতে স্ত্রীর মৃত্যুর অভিযোগ এক বছরের মধ্যে ফিলিস্তিনি ভূখণ্ড ছাড়ো : ইসরাইলকে জাতিসঙ্ঘ

সকল