১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১, ১৫ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

‘মহানবী সা: জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে ন্যায্য অধিকার নিশ্চিত করে গেছেন : আল্লামা আবদুল হাই নদভী

-

রাহবারে বায়তুশ শরফ আল্লামা শায়খ মুহাম্মদ আবদুল হাই নদভী বলেছেন, প্রিয় নবী হযরত মুহাম্মদ সা:-এর আগমন ছিল সব সৃষ্টির জন্য রহমত, বরকত ও মহা আনন্দের। তিনি সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও ধর্মীয় তথা সার্বিক দিক থেকে অধঃপতনের চরম সীমায় নিমজ্জিত আরব সমাজকে খোদায়ী নির্দেশনার আলোকে সম্পূর্ণরূপে বদলে দিয়েছিলেন। গোটা মানবসমাজকে শান্তি, সম্প্রীতি, সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও মানবতার মহান আদর্শে উজ্জীবিত করেছিলেন। তিনি ইনসাফভিত্তিক শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল রাষ্ট্র প্রতিষ্ঠা করে অনুসরণীয় নজির স্থাপন করেন। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার যথাযথ অধিকার নিশ্চিত করে গেছেন। তার জীবনের প্রতিটি দিকই তাই সবার জন্য অনুসরণীয়। ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত সব ক্ষেত্রে তিনি সারা দুনিয়ার জন্য অনুপম আদর্শ। তিনি বলেন, বর্তমান সঙ্ঘাতময় বিশ্বে প্রিয় নবী হজরত মুহাম্মদ সা:-এর অনুপম শিক্ষা অনুসরণের মাধ্যমেই বিশ্বের শান্তি, ন্যায় ও কল্যাণ নিশ্চিত হতে পারে। মহানবীর শিক্ষা ও অনুপম আদর্শ মুসলমানদের মধ্যে যাতে পারস্পরিক ভালোবাসা, সহনশীলতা, সংযম, হৃদ্যতা, সম্প্রীতি ও শ্রদ্ধা সৃষ্টিতে নিয়ামক শক্তি হিসেবে কাজ করে সেই প্রত্যাশা নিয়ে বায়তুশ শরফ প্রতি বছর বিভিন্ন অনুষ্ঠানমালার মধ্য দিয়ে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে মিলাদুন্নবী সা: উদযাপন করে থাকে। সোমবার বাদ মাগরিব বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ বাংলাদেশের উদ্যোগে পাঁচ দিনব্যাপী অনুষ্ঠানমালার সমাপনী দিবস আজিমুশশান ওয়াজ তিনি উপরি উক্ত কথাগুলো বলেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ বাংলাদেশের সেক্রেটারি জেনারেল হাফেজ মোহাম্মদ আমান উল্লাহ। বক্তব্য রাখেন বায়তুশ শরফ আদর্শ কামিল (অনার্স-মাস্টার্স) মাদরাসার অধ্যক্ষ আবু সালেহ মুহাম্মদ ছলিমুল্লাহ, মজলিসুল ওলামা বাংলাদেশের মহাসচিব মাওলানা মামুনুর রশীদ নুরী, হাফেজ মোহাম্মদ আমান উল্লাহ, ড. মুহাম্মদ ওয়ালি উল্লাহ মুঈন, মাওলানা শহীদুল ইসলাম বারকাতি, মাওলানা শরিয়ত উল্লাহ হোসাইনী, হাফেজ মাওলানা মুহাম্মদ ইসমাঈল হানাফী, ড. মাওলানা ইমরানুল হক সাঈদ, মাওলানা জিয়াউল হক আনছারী। অনুষ্ঠান পরিচালনা করেন কাজী মাওলানা মুহাম্মদ শিহাব উদ্দিন। বিজ্ঞপ্তি।

 

 


আরো সংবাদ



premium cement
ইসরাইল কি হামাসকে ধ্বংস করতে পারে? রাঙ্গাবালীতে ভোক্তা ঠকানোর দায়ে ৯ জনকে অর্থদণ্ড ব্যাংকিং সেক্টর রিফর্মে বাংলাদেশকে সহায়তা করবে বিশ্বব্যাংক : অর্থ উপদেষ্টা ঢাবি ও জাবিতে গণপিটুনিতে হত্যা প্রসঙ্গে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা পাকুন্দিয়ায় মাদরাসাছাত্রীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় ছাত্রীর মাকে মারধর সুশীলতার আড়ালে হারিয়ে যাচ্ছে বিপ্লবের মূল্যবোধ বেক্সিমকো গ্রুপের সম্পত্তি দেখভালে রিসিভার নিয়োগের আদেশ সেনাবাহিনীকে ক্ষমতা দেয়ার বিষয়টি পুনর্বিবেচনা করতে বললেন মির্জা ফখরুল খালেদা জিয়াকে বিদেশে নেয়ার প্রস্তুতি সম্পন্ন : ডা. জাহিদ মহাদেবপুরে স্বামীর লাঠির আঘাতে স্ত্রীর মৃত্যুর অভিযোগ এক বছরের মধ্যে ফিলিস্তিনি ভূখণ্ড ছাড়ো : ইসরাইলকে জাতিসঙ্ঘ

সকল