১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১, ১৫ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

১৫ বছর আমার কণ্ঠ রোধ করে রাখা হয়েছিল : মনির খান

-

আমি ১৫ বছর গান গাওয়ার সুযোগ পাইনি। আমার কণ্ঠরোধ করে রাখা হয়েছিল। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের একটি ফাইভ স্টার হোটেলে বাংলাদেশে বন্যার্তদের সহযোগিতায় ‘মনির খান সন্ধ্যা’ সাংস্কৃতিক অনুষ্ঠানে এসব কথা বলেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী মনির খান। তিনি বিনা পারিশ্রমিকে বন্যার্তদের সহযোগিতার জন্য গান করেন।
মনির খান আরো বলেন, আমি তিনবার জাতীয় পুরস্কার পেয়েছি। সাধারণ মানুষের ভালোবাসার ফল ও জুড়ি বোর্ডের মাধ্যমে। আমি কিন্তু শ্রেষ্ঠ গায়ক হিসেবেই তিনবার জাতীয় পুরস্কার পেয়েছি। একজন সাধারণ নাগরিক হিসেবেই সব জায়গায়, সব অনুষ্ঠানে আমার একটা কার্ড বা একটা দাওয়াত পাওয়ার অধিকার রয়েছে। কিন্তু আমি সবকিছু থেকে বঞ্চিত হয়েছি শুধু ভিন্ন মতের ছিলাম বলে। এই মতের কারণেই গত ১৫ বছর আমার কণ্ঠ রোধ করে রাখা হয়েছে। আমার সঙ্গীতের পায়ে শিকল পরানো হয়েছিল। একটা ওয়াল বা দেয়াল তুলে দেয়া হয়েছিল যেখান থেকে নীরবে নিজে নিজে যুদ্ধ করেছি। এই গানের সূত্র ধরে যারা একজন মনির খান তৈরির ক্ষেত্রে ভূমিকা রেখেছেন তাদের ভালোবাসাতেই আজকে ভালো আছি সুস্থ আছি। মনির খান প্রবাসীদের আয়োজনে বাংলাদেশে বন্যার্তদের সহযোগিতার জন্য তহবিল সংগ্রহ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে গর্ব অনুভব করেন এবং যারা সহযোগিতা করেছেন তাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
মো: আসাদুজ্জামান মাসুম ও জাহাঙ্গীর হাওলাদারের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মালয়েশিয়া বাংলাদেশ কমিউনিটির নেতা ইঞ্জিনিয়ার বাদলুর রহমান খান, মো: সেলিম, মো: কাউসার হোসেন, কমিউনিটির নেতা মো: জসিম উদ্দিন, ব্যবসায়ী মো: রমজান আলী, ব্যবসায়ী মো: শরিফুল ইসলাম, ব্যবসায়ী মো: রাসেল রানা, ব্যবসায়ী মো: রিপন মিয়া, মো: রমজান মিয়া, নূরে সিদ্দিকী সমন, মো: বিল্লাল মিয়া ও সোহাগসহ শতাধিক প্রবাসী।


আরো সংবাদ



premium cement
ব্যাংকিং সেক্টর রিফর্মে বাংলাদেশকে সহায়তা করবে বিশ্বব্যাংক : অর্থ উপদেষ্টা ঢাবি ও জাবিতে গণপিটুনিতে হত্যা প্রসঙ্গে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা পাকুন্দিয়ায় মাদরাসাছাত্রীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় ছাত্রীর মাকে মারধর সুশীলতার আড়ালে হারিয়ে যাচ্ছে বিপ্লবের মূল্যবোধ বেক্সিমকো গ্রুপের সম্পত্তি দেখভালে রিসিভার নিয়োগের আদেশ সেনাবাহিনীকে ক্ষমতা দেয়ার বিষয়টি পুনর্বিবেচনা করতে বললেন মির্জা ফখরুল খালেদা জিয়াকে বিদেশে নেয়ার প্রস্তুতি সম্পন্ন : ডা. জাহিদ মহাদেবপুরে স্বামীর লাঠির আঘাতে স্ত্রীর মৃত্যুর অভিযোগ এক বছরের মধ্যে ফিলিস্তিনি ভূখণ্ড ছাড়ো : ইসরাইলকে জাতিসঙ্ঘ হাত-পা-মুখ বাঁধা অবস্থায় বালুচর থেকে আহত স্কুলছাত্র উদ্ধার ঢাবি ও জাবিতে হত্যাকাণ্ডের ঘটনায় ছাত্রশিবিরের নিন্দা ও প্রতিবাদ

সকল