বায়তুশ শরফ স্বর্ণপদক পেলেন ৪ গুণীজন
- ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ বাংলাদেশের উদ্যোগে পাঁচ দিনব্যাপী পবিত্র মিলাদুন্নবী সা: উদযাপন উপলক্ষে চট্টগ্রাম মহানগরীর ধনিয়ালাপাড়াস্থ কেন্দ্রীয় বায়তুশ কমপ্লেক্স প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানমালার গতকাল ছিল চতুর্থ দিন। এ দিন ‘গুণীজন সংবর্ধনা’ দেয়া হয়। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বলেন, দেশে জ্ঞানীর সংখ্যা বাড়লেও গুণীর সংখ্যা দিনদিন কমে যাচ্ছে, যা দেশ ও জাতির জন্য অশনি সঙ্কেত। জাতীয় পর্যায়ে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ১৯৮৪ থেকে বায়তুশ শরফের প্রধান রূপকার আল্লামা শাহ মুহাম্মদ আবদুল জব্বার রাহ: প্রতি বছর গুণীজন সংবর্ধনা ও বায়তুশ শরফ স্বর্ণপদক প্রদান কর্মসূচির সূচনা করেন। তারই ধারাবাহিকতায় এ বছর (২০২৪) চারজন বিশিষ্ট গুণী ব্যক্তিকে সংবর্ধনা ও বায়তুশ শরফ স্বর্ণপদক দেয়া হয়েছে। তারা হলেন, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম ও ভারপ্রাপ্ত খতিব মাওলানা মুহাম্মদ মুহিব্বুল্লাহিল বাকি নদভী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের খ্যাতিমান প্রফেসর ড. মোহাম্মদ আকতারুজ্জামান, বিশিষ্ট ইসলামী অর্থনীতিবিদ ও ইসলামী ব্যাংকিং বিশেষজ্ঞ মোহাম্মদ মোখলেছুর রহমান, সমকালীন ইসলামী রেনেসাঁ কবি আল্লামা মুহিব খান। বিজ্ঞপ্তি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা