সাক্ষীদের ২৪ সেপ্টেম্বর হাজিরের নির্দেশ
- নিজস্ব প্রতিবেদক
- ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ আটজনের বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলার সাক্ষ্যগ্রহণের জন্য তদন্ত কর্মকর্তাসহ রাষ্ট্রপক্ষের সব সাক্ষীকে ২৪ সেপ্টেম্বর আদালতে হাজির করাতে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত-৯ এর বিচারক শেখ হাফিজুর রহমানের আদালত এ আদেশ দেন।
এ দিন দুদকের পক্ষে পাবলিক প্রসিকিউটর ফাতেমা খানম নীলা এই মামলায় কোনো সাক্ষী আদালতে হাজির না হওয়ায় সাক্ষ্যগ্রহণ পিছিয়ে নিতে সময়ের আবেদন করেন। অন্য দিকে খালেদা জিয়ার পক্ষের আইনজীবীরা মৌখিকভাবে সাক্ষী শেষ করার আবেদন করেন। শুনানি শেষে বিচারক আগামী ২৪ সেপ্টেম্বর সব সাক্ষীতে তলব করেছেন। আদালতে খালেদা জিয়ার পক্ষে ছিলেন আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার, আমিনুল ইসলাম, জাকির হোসেন ভুঁইয়া ও জিয়াউদ্দিন জিয়া।
গত ১৯ মার্চ কেরানীগঞ্জ কেন্দ্র্রীয় কারাগারে অবস্থিত ঢাকার ৯ নম্বর (অস্থায়ী) বিশেষ জজ আদালতের বিচারক শেখ হাফিজুর রহমানের আদালত এ মামলায় খালেদা জিয়াসহ অন্য আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আনুষ্ঠানিক বিচার শুরুর আদেশ দেন দেন। ২০০৭ সালে খালেদা জিয়ার বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলাটি দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রাজধানীর তেজগাঁও থানায় মামলাটি দায়ের করেছিলেন দুদকের সহকারী পরিচালক মুহাম্মদ মাহবুবুল আলম। ২০০৮ সালের ৫ মে খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় দুদক।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা