১৫ জানুয়ারি ২০২৫, ০১ মাঘ ১৪৩১, ১৪ রজব ১৪৪৬
`
বার্ষিক সভায় আলোচকরা

বায়তুশ শরফ আদর্শ কামিল মাদরাসা জাতি গঠনে অনন্য ভূমিকা রাখছে

বায়তুশ শরফ আদর্শ কামিল মাদরাসার বার্ষিক সভায় অতিথিরা : নয়া দিগন্ত -

বায়তুশ শরফ আদর্শ কামিল (অনার্স-মাস্টার্স) মাদরাসার ৪২তম বার্ষিক সভা গতকাল বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ বাংলাদেশের সভাপতি শায়খ মুহাম্মদ আবদুল হাই নদভীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন আন্দরকিল্লা শাহী জামে মসজিদের খতিব সাইয়্যেদ মুহাম্মদ আনোয়ার হোসাইন তাহের জাবেরী আল মাদানী। প্রধান আলোচক ছিলেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রামের প্রফেসর ড. মাওলানা বি এম মফিজুর রহমান আল আজাহারী। আলোচনা পেশ করেন অধ্যক্ষ আবু সালেহ মুহাম্মদ ছলিমুল্লাহ, মজলিসুল ওলামা বাংলাদেশের মহাসচিব মাওলানা মামুনুর রশীদ নুরী।। শুভেচ্ছা বক্তব্য রাখেন বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদের সাধারণ সম্পাদক হাফেজ মোহাম্মদ আমান উল্লাহ। অনুষ্ঠান পরিচালনা করেন অধ্যাপক জামাল উদ্দিন ও মাওলানা ওসমান গণি।
প্রধান অতিথির বক্তব্যে আন্দরকিল্লা শাহী জামে মসজিদের খতিব সাইয়্যেদ মুহাম্মদ আনোয়ার হোসাইন তাহের জাবেরী আল মাদানী বলেন, জাতীয় পর্যায়ে তিনবার শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে পুরস্কারপ্রাপ্ত চট্টগ্রাম মহানগরীর ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান বায়তুশ শরফ আদর্শ কামিল (অনার্স-মাস্টার্স) মাদরাসা নীতি-নৈতিকতা সম্পন্ন আদর্শ জাতি গঠনে অনন্য ভূমিকা রাখছে।
এই মাদরাসায় তৈরি হয়েছে- শত শত ওলামা, মুফতি, মুফাসসির, ডাক্তার, ইঞ্জিনিয়ার, আমলা, লেখক দ্বীনের দায়ী। প্রতিষ্ঠানটি পরিচিতি পেয়েছে বাংলাদেশের একটি বিখ্যাত দ্বীনি বিদ্যাপীঠ হিসেবে।
সভাপতির বক্তব্যে শায়খ মুহাম্মদ আবদুল হাই নদভী বলেন, আল্লামা শাহ আবদুল জব্বার এর অনবদ্য সৃষ্টিকর্মের অন্যতম হচ্ছে, বায়তুশ শরফ আদর্শ কামিল (অনার্স-মাস্টার্স) মাদরাসা। ইলম অর্জনের পাশাপাশি আত্মার পরিশুদ্ধি চর্চা যদি মাদরাসাগুলোতে কম হয়, তবে এ শিক্ষাব্যবস্থা অন্তঃসার শূন্য হয়ে যাবে। আত্মার গভীর থেকে কলুষকে দূর না হলে শুধু পড়াশোনা-ই ব্যর্থ হয়ে যাবে তা নয় , বরং উল্টা তা ক্ষতিকর হবে। তিনি বলেন, একজন আলেমের নীতিহীনতা ইসলামের যে ক্ষতি করে, আর কারো নীতিহীনতা সে ক্ষতি করতে পারে না। বিজ্ঞপ্তি।


আরো সংবাদ



premium cement