শিল্পকলার ডিজির পদত্যাগ দাবিতে জাবিতে মানববন্ধন
- জাবি প্রতিনিধি
- ১২ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
ইসলামের ফরজ বিধান পর্দা নিয়ে শিল্পকলা একাডেমির নবনিযুক্ত মহাপরিচালক জামিল আহমেদের সংবেদনশীল মন্তব্য ও তাচ্ছিল্যসূচক বক্তব্যের প্রতিবাদে ও তার পদত্যাগের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) মানববন্ধন করেছেন সাধারণ শিক্ষার্থীরা।
গতকাল বুধবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় শিল্পকলা একাডেমির মহাপরিচালকের পদত্যাগের দাবি করেন শিক্ষার্থীরা। মানববন্ধন শেষে তারা একটি বিক্ষোভ মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করেন।
মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন এবং অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী বনি আমিন বলেন, জামিল আহমেদ ইসলাম ধর্মের ওয়াজ মাহফিল ও পর্দাকে কটূক্তি করেছেন এবং ইসলামী শরিয়তকে ব্যাকডেটেট বলেছেন। তার এত সাহস হয় কিভাবে ইসলাম ধর্মপ্রাণ মানুষের দেশে সেই ধর্মকে নিয়ে কটূক্তি করার। তাকে অবিলম্বে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। সে যদি ক্ষমা না চায় তাহলে আমরা কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবো। এ ছাড়া তাকে অতিদ্রুত পদত্যাগ করার দাবি জানাচ্ছি।
ফার্মেসি বিভাগের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী আবু উবায়দা উসামা বলেন, দ্বিতীয় স্বাধীনতার পর প্রকাশ্যে ইসলাম নিয়ে কটূক্তি করা খুব দুর্লভ এবং দুঃসাহসের একটি বিষয়। জামিল আহমেদের এই সাহসের পেছনে কারা ইন্ধনদাতা, কারা জড়িত আছে এটা ভাবার বিষয়। আমাদেরকে তীব্র প্রতিবাদ গড়ে তুলতে হবে। আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে এই প্রতিবাদ শুরু হয়েছে আশা করি অতি দ্রুত সারা বাংলাদেশের মানুষ এর তীব্র প্রতিবাদ জানাবে। সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশে মুসলমানদের সেন্টিমেন্টে আঘাত দিয়ে তার মন্তব্য করার জন্য সবার সামনে ক্ষমা চাইতে হবে এবং দ্রুত সময়ের মধ্যে পদত্যাগ করতে হবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা