১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১, ১৫ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

২ কোটি ২১ লাখ ৩৩ হাজার ছাড়বে সাবমেরিন ক্যাবলসের শেয়ার

-

পুঁজিবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস দুই কোটি ২১ লাখ ৩৩ হাজার ৩৩৩টি সাধারণ শেয়ার ইস্যু করবে। ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ার প্রিমিয়ামসহ ৭৫ টাকায় ইস্যু করা হবে। এ শেয়ার ইস্যুর অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। বিএসইসির ৯২০তম কমিশন সভায় এ অনুমোদন দেয়া হয় বলে গতকাল গণমাধ্যমকে জানিয়েছেন নিয়ন্ত্রক সংস্থাটির মুখপাত্র ফারহানা ফারুকী।
তিনি জানান, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস ৬৫ টাকা প্রিমিয়ামসহ ৭৫ টাকা ইস্যু মূল্যের (যার অভিহিত মূলা ১০ টাকা) দুই কোটি ২১ লাখ ৩৩ হাজার ৩৩৩টি সাধারণ শেয়ার ইস্যুর প্রস্তাবের অনুমতি দেয়া হয়েছে। সরকার প্রদত্ত শেয়ারমানি জমার বিপরীতে ইস্যুকৃত এ সম্পূর্ণ শেয়ার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিবের অনুকূলে ইস্যু করা হবে।

বিএসইসির মুখপাত্র জানান, কমিশন সভায় আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মোট দুইশ কোটি টাকার (শেয়ারপ্রতি মূল্য ২২ টাকা) মূলধন পরিচালনা পর্ষদের পরিচালকদের নিকট থেকে উত্তোলনের জন্য চাঁদা গ্রহণের সময় বৃদ্ধির আবেদন নামঞ্জুর করা হয়। এ ছাড়া কোম্পানি কর্তৃক নির্ধারিত সময়সীমার মধ্যে উক্ত মূলধন উত্তোলন করতে ব্যর্থ হওয়ায় এর আগে কমিশন কর্তৃক ইস্যুকৃত সম্মতিপত্রটি প্রত্যাহার করা হয়। এ ছাড়া কমিশন সভায় বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির দাখিল করা রয়েল বেঙ্গল ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট পরিচালিত আরবিআইএমসিও বিজিএফআই ফান্ডের উইন্ডিং আপ পেমেন্টের প্রস্তাব বিধিমোতাবেক সম্পন্ন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।


আরো সংবাদ



premium cement
রাঙ্গাবালীতে ভোক্তা ঠকানোর দায়ে ৯ জনকে অর্থদণ্ড ব্যাংকিং সেক্টর রিফর্মে বাংলাদেশকে সহায়তা করবে বিশ্বব্যাংক : অর্থ উপদেষ্টা ঢাবি ও জাবিতে গণপিটুনিতে হত্যা প্রসঙ্গে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা পাকুন্দিয়ায় মাদরাসাছাত্রীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় ছাত্রীর মাকে মারধর সুশীলতার আড়ালে হারিয়ে যাচ্ছে বিপ্লবের মূল্যবোধ বেক্সিমকো গ্রুপের সম্পত্তি দেখভালে রিসিভার নিয়োগের আদেশ সেনাবাহিনীকে ক্ষমতা দেয়ার বিষয়টি পুনর্বিবেচনা করতে বললেন মির্জা ফখরুল খালেদা জিয়াকে বিদেশে নেয়ার প্রস্তুতি সম্পন্ন : ডা. জাহিদ মহাদেবপুরে স্বামীর লাঠির আঘাতে স্ত্রীর মৃত্যুর অভিযোগ এক বছরের মধ্যে ফিলিস্তিনি ভূখণ্ড ছাড়ো : ইসরাইলকে জাতিসঙ্ঘ হাত-পা-মুখ বাঁধা অবস্থায় বালুচর থেকে আহত স্কুলছাত্র উদ্ধার

সকল