১৫ জানুয়ারি ২০২৫, ০১ মাঘ ১৪৩১, ১৪ রজব ১৪৪৬
`

ডুজা সভাপতির ওপর হামলায় উদ্বেগ দুই উপদেষ্টার

-

রাজধানীর বঙ্গ ইসলামিয়া সুপার মার্কেটে কাপড় দেখতে গিয়ে হামলার শিকার হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির (ডুজা) সভাপতি আল সাদী ভূঁইয়া ও জাগোনিউজের নিজস্ব প্রতিবেদক নাহিদ সাব্বির। সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় উদ্বেগ জানিয়েছে অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ হাসান ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ।
গত শুক্রবার রাতে আহত দুই সাংবাদিকের খোঁজ নিতে ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিক্যালে এসেছেন এই দুই উপদেষ্টা। সাংবাদিকের ওপর হামলার ঘটনায় দ্রুতই আসামিদের শনাক্ত করে গ্রেফতার ও বিচারের আওতায় আনার আশ্বাস দিয়েছেন নাহিদ ও আসিফ ।
তথ্য উপদেষ্টা নাহিদ হাসান বলেন, ছাত্র-জনতা বৈষম্যের বিরুদ্ধে গণ-অভ্যুত্থান করেছে। গণ-অভ্যুত্থান পরবর্তী সংবাদ সংগ্রহ করতে যেয়ে সাংবাদিকদের ওপর হামলা অত্যন্ত ন্যক্কারজনক ঘটনা। ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি গণ-অভ্যুত্থান সফল করার পেছনে এক বিরাট ভূমিকা পালন করেছে। সব রক্তচক্ষু উপেক্ষা করে সত্য সংবাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকরা প্রকাশ করে গিয়েছেন। তাদের সহযোগিতা ছাড়া ছাত্র-জনতার এই অভ্যুত্থানে সফলতা পাওয়া কঠিন হয়ে যেত। সাংবাদিকের ওপর এই হামলার ঘটনায় দ্রুতই আসামিদের গ্রেফতার করে বিচারের মুখোমুখি করা হবে।
এর আগে, গত ৩ সেপ্টেম্বর রাজধানীর বঙ্গ ইসলামিয়া সুপার মার্কেটে হামলার শিকার হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি আল সাদী ভূঁইয়া ও জাগো নিউজের নিজস্ব প্রতিবেদক নাহিদ সাব্বির। তাদেরকে দোকানে ডেকে নিয়ে কাউন্সিলর চামেলীর অনুসারীরা হাতুড়ি, রড, জিআই পাইপ দিয়ে হামলা করে রক্তাক্ত করে। হামলার ঘটনায় বিএনপির ২০ নম্বর ওয়ার্ড সদস্যসচিব রফিকুল ইসলাম স্বপন, শাহবাগ থানার ১৯ ও ২০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রোকসানা ইসলাম চামেলীর স্বামী আবুল হোসেন টাবু, বিএনপির ২০ নম্বর ওয়ার্ডের আহ্বায়ক মাসুদ ইউসুফকে আসামি করে শাহবাগ থানায় মামলা করা হয়েছে। এই ঘটনায় দুই সাংবাদিক এখনো বিশ্ববিদ্যালয় মেডিক্যালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

 


আরো সংবাদ



premium cement