ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পরিচালক পর্ষদের সভা
- ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের নবগঠিত পরিচালক পর্ষদের প্রথম সভা ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মান্নানের সভাপতিত্বে বুধবার ব্যাংকের বোর্ডরুমে অনুষ্ঠিত হয়। সভার শুরুতে ব্যাংকের চেয়ারম্যান নতুন পরিচালনা পর্ষদ গঠনের পটভূমি তুলে ধরে দৃঢ় আশাবাদ প্রকাশ করেন যে, দেশের ব্যাংকিং সেক্টরে উদ্ভূত পরিস্থিতি মোকাবেলা করে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক শিগগিরই ঘুরে দাঁড়াবে এবং দেশের অর্থনীতি ও ব্যবসা-বাণিজ্যে ইতিবাচক বলিষ্ঠ ভূমিকা রাখতে সক্ষম হবে। সভায় ব্যাংকের সার্বিক কার্যক্রম পর্যালোচনা করে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়।
সভায় মো: আজিজুর রহমানকে ভাইস চেয়ারম্যান, মো: আবদুল কুদ্দুছকে এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান, মো: সাইফুল আলমকে রিস্ক কমিটির চেয়ারম্যান এবং মো: রাগিব আহসানকে অডিট কমিটির চেয়ারম্যান করে বিভিন্ন কমিটি গঠন করা হয়। বিজ্ঞপ্তি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা