১৭ সেপ্টেম্বর ২০২৪, ২ আশ্বিন ১৪৩১, ১৩ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

কারফিউর মধ্যেও ভোমরা বন্দরে আমদানি-রফতানি স্বাভাবিক

-

দেশে চলমান কারফিউর মধ্যেও সাতক্ষীরার ভোমরা বন্দর দিয়ে সব ধরনের পণ্য আমদানি-রফতানি কার্যক্রম অব্যহত রয়েছে। বাজার স্বাভাবিক রাখতে স্থানীয় প্রশাসন ও বন্দর সংশ্লিষ্টদের সহযোগিতায় গত শনিবার (২০ জুলাই) থেকে বন্দরের কার্যক্রম চালু রাখা হয়েছে। তবে অন্য সময়ের তুলনায় গত পাঁচ দিন বন্দরে পণ্য আমদানির পরিমাণ কিছুটা কমলেও কাঁচামালের আমদানি বেড়েছে। এ ছাড়া ব্রডব্যান্ড ইন্টারনেট চালু ও কারফিউ শিথিল হওয়ায় সীমিত পরিসরে পণ্য রফতানিও শুরু হয়েছে।
বন্দরের ব্যবসায়ীরা জানান, ভোমরা স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচামাল আমদানির পরিমাণ বেড়েছে। এর মধ্যে কাঁচামরিচ, পেঁয়াজ, আদা, টমেটো ও ক্যাপসিকাম বেশি আসছে। যে কারণে সাতক্ষীরার বাজারে এসব পণ্যের দাম স্বাভাবিক রয়েছে। বর্তমান সময়ে এই বন্দর দিয়ে ভারতীয় কাঁচামরিচ আমদানি বাড়ায় সাতক্ষীরা শহরের সুলতানপুর বড়বাজারে পাইকারিতে ১৪০ থেকে ১৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। যা বেশ কয়েকদিন আগে ছিল প্রায় ৩০০ টাকা কেজি।

এ দিকে বন্দরের শ্রমিক সংগঠনের নেতারা জানান, অন্য সময়ের তুলনায় গড় আমদানি-রফতানির পরিমাণ কিছুটা কমেছে। তবে বুধবার থেকে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু ও কারফিউ শিথিল হওয়ায় পণ্য রফতানি শুরু হয়েছে। পরিস্থিতি আরো স্বাভাবিক হলে পণ্য আমদানি বাড়বে।
ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এএসএম মাকসুদ খান বলেন, চলমান কারফিউয়ের কারণে দেশের বিভিন্ন এলাকার বাজার বন্ধ ছিল। এজন্য কয়েকদিন আমদানির পরিমাণ কমে যায়। তবে বাজারে কাঁচামালের চাহিদা থাকায় সেগুলো নিয়মিত আমদানি হচ্ছে। বুধবার থেকে পণ্য রফতানিও শুরু হয়েছে। সরকার কারফিউ তুলে নিলে পণ্য আমদানি আরো বাড়বে।

তিনি আরো বলেন, বাজার স্বাভাবিক রাখতে আমরা ভোমরা বন্দরের কার্যক্রম চলমান রাখার সর্বাত্মক চেষ্টা করেছি। গত শনিবার দুপুর পর্যন্ত বন্দরের আমদানি-রফতানি কার্যক্রম কিছুক্ষণের জন্য বন্ধ থাকলেও দুপুরের পর থেকে তা আবার শুরু করা হয়। কাঁচামরিচসহ আমদানিকৃত অন্যান্য কাঁচামাল ভর্তি ট্রাকগুলো স্থানীয় প্রশাসন ও বন্দর সংশ্লিষ্টদের সহযোগিতায় পুলিশ স্কট করে দেশের বিভিন্ন এলাকায় পাঠানো হয়।
ভোমরা স্থলবন্দরের উপ-পরিচালক মোহাম্মদ রুহুল আমিন বলেন, বর্তমানে বন্দরের সব কার্যক্রম স্বাভাবিক রয়েছে। গত পাঁচ দিনে ভোমরা বন্দর দিয়ে প্রায় সাড়ে ৪০০ ট্রাক বিভিন্ন ধরনের কাঁচামাল আমদানি হয়েছে। এসব পণ্য বন্দর এলাকা থেকে পুলিশ পাহারার মাধ্যমে ঢাকাসহ দেশের বিভিন্ন বাজারে পৌঁছে দেয়া হয়েছে। কারফিউ না থাকলে এই বন্দরে আমদানি-রফতানি বাড়বে।


আরো সংবাদ



premium cement
সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন গ্রেফতার সোনারগাঁয়ে শেখ হাসিনা-শেখ রেহেনাসহ ২৩৯ জনের বিরুদ্ধে মামলা গাজার চলমান ঘটনাবলী সমসাময়িক বিশ্বের সবচেয়ে বড় ভুল : বসনিয়া রাজনৈতিক অস্থিরতার পর থেকে ভারতের আসাম-মেঘালয় সীমান্তে আটক ৬৫ বাংলাদেশী ঐক্যের মাধ্যমেই কেবল মুসলিম উম্মাহ'র মর্যাদা প্রতিষ্ঠা সম্ভব : ইরানের সর্বোচ্চ নেতা হোসেনপুরে স্কুলশিক্ষকের বসতঘর পুড়ে ছাই রাজশাহী, খুলনা ও চট্টগ্রামে ভারী বৃষ্টির আভাস 'শ্রম আইন সংস্কার করে শ্রমিকদের ন্যায্য অধিকার বাস্তবায়ন করতে হবে' সিংগাইরে ধলেশ্বরী নদী থেকে লাশ উদ্ধার সাতক্ষীরায় বজ্রপাতে মৎস্যচাষির মৃত্যু সাংবাদিক শ্যামল দত্ত ও মোজাম্মেল বাবুর ওপর ডিম নিক্ষেপ

সকল