১৮ অক্টোবর ২০২৪, ২ কার্তিক ১৪৩০, ১৪ রবিউস সানি ১৪৪৬
`

সুনির্দিষ্ট প্রমাণ ছাড়া গ্রেফতার ও হয়রানি নয় : মেজর জেনারেল ইব্রাহিম এমপি

-

কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অব:) সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম বীর প্রতীক বলেছেন সুনির্দিষ্ট প্রমাণ ছাড়া কাউকে গ্রেফতার ও হয়রানি করা উচিত হবে না, অহেতুক হয়রানিমূলক মামলা করাও ঠিক হবে না। তবে কেউ যদি চকরিয়া-পেকুয়ার বাইরে গিয়ে নাশকতা করে আর যদি তথ্যপ্রমাণ পাওয়া যায় তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দায়িত্ব পুলিশের। এ ক্ষেত্রে আমাদের করার কিছুই থাকবে না। গত বৃহস্পতিবার চকরিয়া উপজেলা মোহনায় অনুষ্ঠিত মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় এসব নির্দেশনামূলক কথা বলেন তিনি। মেজর জেনারেল ইব্রাহিম আরো বলেন- চকরিয়া ও পেকুয়ার সাধারণ জনগণ পরিচয় দিয়েছে। তারা কোটাবিরোধী আন্দোলনের নামে নাশকতামূলক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত হয়নি। আমি এ কারণে সবাইকে ধন্যবাদ জানাই ও কৃতজ্ঞতা জানাই। বক্তব্যের শুরুতে তিনি নিজেকে কোটা সংস্কারের পক্ষে দাবি করে এ বিষয়ে আলোচনা করেন। এ সময় উপস্থিত ছিলেন-চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী, পৌর মেয়র আলমগীর চৌধুরী, চকরিয়া থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলী।
একইদিন বিকেল ৩টায় উপজেলা মোহনায় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেন এমপি ইব্রাহিম। সাংবাদিক ছাড়াও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় রাজনৈকিত নেতৃবৃন্দ এতে উপস্থিত ছিলেন।


আরো সংবাদ



premium cement