০৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১, ৫ রজব ১৪৪৬
`

মানিকগঞ্জে ১৫ গুণী শিল্পী পেলেন বিশেষ সম্মাননা

-

সাংস্কৃতিক অঙ্গনে বিশেষ অবদান রাখায় মানিকগঞ্জের গুণী শিল্পীদের বিশেষ সম্মাননা, ক্রেস্ট ও নগদ অর্থ প্রদান করা হয়েছে।
গতকাল দুপুরে সাংস্কৃতিক মন্ত্রণালয়ের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অঙ্গনে ২০১৮, ১৯ ও ২০২০ সালে বিশেষ অবদান রাখায় বিভিন্ন ক্যাটাগরিতে জেলার ১৫ গুণী শিল্পীকে এই বিশেষ সম্মাননা, ক্রেস্ট ও নগদার্থ প্রদান করা হয়েছে। এরপর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সম্মাননা প্রাপ্ত ১৫ জন গুণীজন হলেন, লোক সংস্কৃতিতে সামগ্রিক অবদানের জন্য মো: আবুল বাশার আব্বাসী (২০১৮), কণ্ঠ সংগীত- বিউটি আক্তার (২০১৮), যাত্রা শিল্পী-গোকুল ঘোষ (২০১৮), চারুকলা পরিমল চন্দ্র অধিকারী (২০১৮), নাট্যকলা-হরিপদ সূত্রধর (২০১৮), কণ্ঠ সংগীত- রতন কুমার সাহা (২০১৯), সৃজনশীল সাংস্কৃতিক সংগঠক আবুল ইসলাম শিকদার (২০১৯), চারুকলা- গোপাল চন্দ্র পাল (২০১৯), যাত্রা শিল্পী তাপস সরকার (২০১৯), যন্ত্র সঙ্গীত মো: তসলিম উদ্দীন (২০১৯) সৃজনশীল সংস্কৃতিক সংগঠন সাংস্কৃতিক বিপ্লবী সঙ্ঘ (২০২০), চারুকলা মোঃ খোরশিদ আলম (২০২০), কণ্ঠসঙ্গীত রুমানা ইসলাম (২০২০), যন্ত্রসঙ্গীত, গোবিন্দ চন্দ্র রায় (২০২০) এবং লোক সংস্কৃতিক মো: হাকিম উদ্দীন (২০২০)।
অনুষ্ঠানে জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার সেলিনা সাঈয়েদা সুলতানা আক্তারের সভাপতিত্বে ও আবৃত্তি প্রশিক্ষক শাকিল আহমেদ সনেটের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরিকুল ইসলাম।
প্রধান আলোচক ছিলেন দেশবরেণ্য অভিনেত্রী ও পরিচালক অরুণা বিশ্বাস।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার, জেলা শিল্পকলা একাডেমির এডহক কমিটির সদস্য দীপক কুমার ঘোষ, একুশে পদক প্রাপ্ত গুণীশিল্পী সাইদুর রহমান বয়াতী, বিশিষ্ট শিশু সংগঠক ও সমাজকর্মী ইকবাল হোসেন কচি প্রমুখ।


আরো সংবাদ



premium cement
সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার হাসিনাকে ফিরিয়ে আনা সার্বভৌমত্ব রক্ষায় সেনাসদস্যদের প্রস্তুত রাখতে হবে : প্রধান উপদেষ্টা খাদ্যগুদাম তৈরিতে পরামর্শক খরচই ২৯০ কোটি টাকা তারেক রহমানের বিরুদ্ধে ৪ মামলা বাতিলের রায় বহাল সফটওয়ার শিল্পে কর্মসংস্থান ও বিদেশী মুদ্রা হারানোর শঙ্কা তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন : সালাহউদ্দিন বাধ্যতামূলক ছুটি ৬ ব্যাংকের এমডিকে ভয়ঙ্কর রূপে তালিকাভুক্ত ৯৭৯ ছিনতাইকারী ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে পুলিশ ও গোয়েন্দাদের ভূমিকা প্রশ্নবিদ্ধ সেন্টমার্টিন রক্ষায় বিশ্বমানের উদ্যোগ আরামকোর উচ্চপর্যায়ের প্রতিনিধিদলকে বাংলাদেশে স্বাগত জানানো হয়নি : সৌদি রাষ্ট্রদূত

সকল