কদমতলীতে মোবাইলে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা
- নিজস্ব প্রতিবেদক
- ১৩ জুলাই ২০২৪, ০০:০৫
রাজধানীর কদমতলীর পাটেরবাগ এলাকায় মোবাইলে ডেকে নিয়ে মো: মাহবুব আলম (৫২) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টার দিকে পাটেরবাগ জমিদার বাড়ির গলির সামনে এই ঘটনা ঘটে। পুলিশের ধারণা পূর্ব শত্রুতার জেরে দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে।
নিহতের ছোট ভাই রফিকুল আলম জানান ,আমার ভাই বিভিন্ন্ দোকানে কোমল পানি সরবরাহ করতেন। বৃহস্পতিবার রাত ১১টার দিকে একটি ফোন পেয়ে বাসা থেকে বেরিয়ে যান। পাটেরবাগ জমিদার বাড়ির গলির সামনে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে রাস্তায় ফেলে চলে যায়। খবর পেয়ে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
কদমতলী থানার ওসি কাজী আবুল কালাম আজাদ বলেন, প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি ওই ব্যক্তির সাথে কারো পূর্ব শত্রুতা ছিল। যার জের ধরে এই ঘটনা ঘটাতে পারে। আমরা আরো জানতে পেরেছি নিহত ব্যক্তিকে ফোন দিয়ে ডেকে এনে কুপিয়ে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের গ্রেফতারের অভিযান চলছে। আশা করা হচ্ছে, খুব শিগগিরই জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনা সম্ভব হবে।
মাহবুব কদমতলির ১৪৫৪ নাম্বার দক্ষিণ দনিয়ার একটি বাসায় বসবাস করতেন। তার বাবা মৃত আবুল হাসেম সোলায়মান।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা