চট্টগ্রাম কালচারাল একাডেমির আলোচনা সভা
- ১৩ জুলাই ২০২৪, ০০:০৫
বাংলা সাহিত্যের খ্যাতিমান কবি আল্ মাহমুদের ৮৮তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে চট্টগ্রাম কালচারাল একাডেমি (সিসিএ)। গত বৃহস্পতিবার রাতে ভার্চুয়াল মাধ্যমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম কালচারাল একাডেমির সভাপতি সেলিম জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে আলোচনা রাখেন, বাচিক শিল্পী ও কবি নাসির মাহমুদ, দেশীয় সাংস্কৃতিক সংসদের চট্টগ্রাম অঞ্চলের তত্ত্বাবধায়ক সাংস্কৃতিক সংগঠক রফিকুল হায়দার, সঙ্গীতজ্ঞ অধ্যক্ষ চৌধুরী আব্দুল হালিম ও জনপ্রিয় রম্য লেখক লিয়াকত আলী।
অনুষ্ঠানে কবি আল মাহমুদের জীবন ও সৃজনশীল কর্মের উপর আলোচনা রাখতে গিয়ে উপস্থিত অতিথিবৃন্দ বলেন, যখন পাশ্চাত্যকরণ সাহিত্য চারিদিকে অমানিশা হয়ে জেঁকে বসেছিল, ত্রিশের দশকে একশ্রেণীর নামকরা কবি সাহিত্যকরা তাদের কবিতা ও লিখনীতে ইউরোপীয়ান স্বাদ আস্বাদন করছিল, ঠিক সে সময় কবি আল মাহমুদ স্বজাতীয় ঐতিহ্যের গোড়া আঁকড়ে ধরে কলম চালিয়ে গেছেন নির্বিঘেœ। অতিথিবৃন্দ বলেন, কবির অনন্য বৈশিষ্ট্য হলো, তিনি শহরে থেকেও নিজ আঞ্চলিকতার শব্দমালা দিয়ে তার লেখাকে অলঙ্কৃত করেছেন নানাভাবে। আল মাহমুদের লেখায় উঠে এসেছে প্রকৃত গ্রামবাংলার অনন্য রূপ, তারা আরো বলেন, আল মাহমুদ ইসলামী ইতিহাসকে গভীর চর্চার মাধ্যমে তার লিখনীতে প্রয়োজনীয় বিষয়গুলো তুলে ধরেছেন দক্ষতার সাথে।
আলোচকরা বলেন, কবি আল মাহমুদ ছিলেন প্রবাসী সরকারের সময়ের একজন মুক্তিযোদ্ধা। তিনি ছিলেন দেশ ও ধর্মের মূল চেতনাধারী তৌহিদবাদী কবি, তিনি ছিলেন প্রতিজ্ঞাবদ্ধ কবি যিনি কখনো নিজ সত্তাকে কোনো মূল্যে বিক্রি করে দেননি। বিজ্ঞপ্তি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা