চট্টগ্রামের মনা খুনের ৪ আসামি হবিগঞ্জ থেকে গ্রেফতার
- চট্টগ্রাম ব্যুরো
- ১৩ জুলাই ২০২৪, ০০:০৫
চট্টগ্রামের সাহেদ হোসেন ওরফে মনা হত্যার চার আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার চৈঠপুর এলাকা থেকে ভারতে পালানোর চেষ্টারত অবস্থায় তাদের গ্রেফতার করা হয় বলে পুলিশের দাবি। গ্রেফতারকৃতরা হলেন- প্রধান আসামি জুয়েল (৩৪), বশির (২৬), সাগর (২৮) ও জুয়েল ওরফে ছোট জুয়েল (২৫)।
সিএমপির দক্ষিণ জোনের উপকমিশনার (অতিরিক্ত ডিআইজি) মোস্তাফিজুর রহমান শুক্রবার এক সংবাদ সম্মেলনে জানান, হত্যাকারীরা ও মনা ইতঃপূর্বে একপক্ষে থাকলেও বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে মতবিরোধের কারণে আলাদা দু’টি পক্ষ তৈরি হয়। এ বিরোধের জেরেই মূলত মনার ওপর হামলার ঘটনা ঘটে। তিনি বলেন, হামলাকারীরা হত্যাকাণ্ডের পরপরই চট্টগ্রাম ছেড়ে পালিয়ে যায়। গোপন সংবাদের ভিত্তিতে ভারতে পালানোর চেষ্টাকালে বৃহস্পতিবার তাদের হবিগঞ্জ থেকে গ্রেফতার করা হয় বলে তিনি জানান।
গত ৭ জুলাই রাতে কোতোয়ালি থানার স্টেশন রোড পাখি গলিতে ছুরিকাঘাতে খুন হন সাহেদ হোসেন মনা। তার বিরুদ্ধে ডাকাতি, অস্ত্রসহ অন্তত আটটি মামলা রয়েছে। গত বছরের ৯ জুলাই কোতোয়ালির আমতলা এলাকা থেকে মোবাইল ফোন ডিলারের দুই কর্মীকে পিটিয়ে ১০ লাখ টাকা ছিনতাইয়ের মামলার অন্যতম আসামি ছিলেন মনা। ওই মামলায় তিনি গ্রেফতারও হয়েছিলেন।
পুলিশ জানায়, গত ৭ জুলাই দিবাগত রাতে মনাকে খুনের পর দুই জুয়েল, বশির ও সাগর ঢাকা চলে যায়। সেখানে ফকিরাপুল এলাকার এক বাসিন্দার মাধ্যমে তারা অবৈধভাবে ভারতে চলে যাবার চেষ্টা করেছিল। ৮ জুলাই ফকিরাপুলে ওই ব্যক্তির বাসায় অবস্থান করে পরদিন বিকেলে হবিগঞ্জ রওনা দেয়। সেখান থেকে বৃহস্পতিবার তাদের গ্রেফতার করে চট্টগ্রামে নিয়ে আসা হয়।
পুলিশসূত্র জানিয়েছে, ভাতের হোটেলের ব্যবসাসহ বিভিন্ন বিষয়ে বিরোধের জেরে পূর্বপরিচিতরা মনাকে ছুরিকাঘাত করে। এ ঘটনায় মনার বাবা শাহ আলম গ্রেফতার জুয়েলকে প্রধান আসামি করে ১২ জনের নামে কোতোয়ালি থানায় মামলা করেন। হত্যাকাণ্ডের পর পুলিশ সজীব ও ফরহাদ নামে দুইজনকে গ্রেফতার করে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা