১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
জনশক্তি রফতানিতে সঙ্কট থেকে উত্তরণ শীর্ষক আলোচনা

‘সেই ব্যক্তির কালো থাবায় আর যেন বায়রা না যায়’

-

ছয় বছর ধরে একটি লোকের কব্জায় রয়েছে বায়রা। শুধু একটি বিশেষ স্বার্থ হাসিলের জন্য বায়রাকে ব্যবহার করা হচ্ছে। দয়া করে আপনাদেরকে সজাগ হতে হবে। সেই ব্যক্তির কালো থাবায় যেন আর বায়রা না যায়।
গত বুধবার রাতে রাজধানীর পুরানা পল্টনের একটি হোটেল অ্যান্ড রিসোর্টের হলরুমে সম্মিলিত গণতান্ত্রিক জোটের উদ্যোগে (দক্ষিণ) ‘জনশক্তি রফতানি প্রক্রিয়ায় চলমান সঙ্কট থেকে উত্তরণ ও গতিশীল করতে করণীয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখতে গিয়ে বায়রার সাবেক মহাসচিব ও সম্মিলিত গণতান্ত্রিক জোটের আহ্বায়ক রুহুল আমিন স্বপন এসব কথা বলেন। ‘সেই ব্যক্তির’ নাম উল্লেখ না করে তিনি বলেন, আমরা যদি একতাবদ্ধ হই, আমরা যদি ইউনাইটেড থাকি, তাহলে কিসের সেই শক্তি? এই শক্তিটি এবং এই সত্যটি বাশার ভাই (বর্তমান সভাপতি) উপলব্ধি করেছে, আমি করেছি, আজকে স্টেজে যারা (শত শত সদস্য) বসা তারা প্রত্যেকেই উপলব্ধি করেছে।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজের (বায়রা) সভাপতি মো: আবুল বাশার। বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলী হায়দার চৌধুরী। আরো বক্তব্য দেন বায়রার সাবেক মহাসচিব ও সম্মিলিত গণতান্ত্রিক জোটের সদস্যসচিব কাজী মফিজুর রহমান, সাবেক মহাসচিব ও আটাব সভাপতি মনছুর আহমেদ কালাম, বায়রার সাবেক সিনিয়র সহসভাপতি সফিকুল আলম ফিরোজ ও বায়রার সাবেক সহসভাপতি আব্দুস সোবহান ভূঁইয়া হাসান ও বায়রা এবং আটাব নেতা আসলাম চৌধুরী ছাড়াও আগত বায়রা নেতাকর্মীদের মধ্যে একাধিক সিনিয়র সদস্য।
ক্যাথারসিস ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী রুহুল আমিন স্বপন বলেন, আমরাই হলাম বায়রার সদস্যবান্ধব, ব্যবসাবান্ধব। আমরা শুধু ম্যানপাওয়ার ব্যবসা করে খাই। আমাদের আর কোনো ব্যবসা নাই। অথচ এমন কিছু লোক আছে, যাদের এটা কিন্তু মেইন ব্যবসা না। তারা আমাদের এই বায়রাকে ব্যবহার করে একবার করে ড্রপবক্স, একবার করে মালয়েশিয়া, একবার করে সিঙ্গাপুর একবার করে কুয়েত। হোয়াট ইজ দিস? আর কত সময় লাগবে এটা বুঝতে।
আগামী ১৪ সেপ্টেম্বর বায়রার দ্বিবার্ষিক সাধারণ নির্বাচনের তারিখ ঘোষণা করেছে বায়রা নির্বাচন পরিচালনা বোর্ড। সম্মিলিত গণতান্ত্রিক জোট থেকে প্যানেল-প্রধান হিসেবে রুহুল আমিন স্বপনের নাম ঘোষণা করা হয়। নির্বাচনী ক্যাম্পেইনকে সামনে রেখে এই আলোচনা সভার আয়োজন করা হয় বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়।


আরো সংবাদ



premium cement
টানা ৩ দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে চুয়াডাঙ্গা মোরেলগঞ্জে কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার অনলাইনে ভ্যাট কার্যক্রম বন্ধ থাকবে ৯৬ ঘণ্টা নতুন বাংলাদেশ গড়তে নতুন করে শপথ নিতে হবে : রেজাউল করিম বিজয় দিবস উপলক্ষে বঙ্গভবন এলাকায় যানবাহন চলাচলে ডিএমপির নির্দেশনা নাজিরপুরে আ’লীগের ৫ নেতা গ্রেফতার নাশকতা মামলায় জামালগঞ্জ উপজেলা মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার ২৩ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে বেক্সিমকোর দায়-দেনা ৫০৫০০ কোটি টাকা দোয়ারাবাজারে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার এবার আমন সংগ্রহ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে : খাদ্য উপদেষ্টা কুলাউড়ায় ইউপি চেয়ারম্যানসহ ৪ আ‘লীগ নেতা গ্রেফতার

সকল