ফেনীতে বিএসএফের গুলিতে বাংলাদেশী যুবক আহত
- ফেনী অফিস
- ১১ জুলাই ২০২৪, ০০:০০
ফেনীর পরশুরাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশী শিপন নামে এক যুবক আহত হয়েছেন। তিনি পরশুরাম পৌরসভার বাউরপাথর গ্রামের মৃত আলী নেওয়াজের ছেলে। মঙ্গলবার রাত ১১টার দিকে বাউরপাথর গ্রামের সীমান্তবর্তী ৬৬১২ নম্বর পিলার এলাকায় এই ঘটনা ঘটে।
আহত শিপনকে স্থানীয় বাসিন্দারা পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
পরশুরাম পৌরসভার স্থানীয় কাউন্সিলর খোরশেদ আলম বলেন, রাত ১১টার দিকে হঠাৎ কয়েকটি গুলির শব্দ শোনা যায়। এরপর পায়ে গুলিবিদ্ধ অবস্থায় শিপনকে পাওয়া গেছে।
ফেনীস্থ ৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা বলেন, বিএসএফের গুলিতে বাংলাদেশি এক যুবক গুলিবিদ্ধের বিষয়টি তিনি শুনেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। সীমান্তবর্তী এলাকায় কেউ চোরাচালানের অপরাধের সঙ্গে জড়িত থাকলেও গুলি করা বিধিসম্মত নয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা