১৬ ডিসেম্বর ২০২৪, ১ পৌষ ১৪৩০, ১৩ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

মামুনুল হকসহ কারামুক্ত ৬ হেফাজত নেতাকে সংবর্ধনা

মাওলানা মামুনুল হকসহ কারামুক্ত ৬ নেতাকে সংবর্ধনা জানান হেফাজত নেতারা : নয়া দিগন্ত -

মাওলানা মামুনুল হকসহ হেফাজতে ইসলাম বাংলাদেশের কারামুক্ত ছয় গুরুত্বপূর্ণ নেতাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। হেফাজতের সাবেক মহাসচিব আল্লামা নূরুল ইসলাম জিহাদী প্রতিষ্ঠিত জামিয়া ইসলামিয়া মাখজানুল উলুম খিলগাঁওর পক্ষ থেকে সোমবার সন্ধ্যায় এ সংবর্ধনা দেয়া হয়। সংবর্ধনাপ্রাপ্তরা হন, হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মুফতি হারুন ইজহার, অর্থ সম্পাদক মুফতি মুনির হুসাইন কাসেমী এবং সহকারী মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন। এ সময় তাদেরকে সম্মাননাস্বরূপ ক্রেস্ট প্রদান করা হয়।
জামিয়ার মুহতামিম ও হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির মাওলানা জহুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান বলেন, হেফাজতের মামলায় কারাবন্দী হওয়া সব আলেম-উলামা নিঃসন্দেহে মজলুম। আজকের মজলিসে মাওলানা মামুনুল হকসহ ছয়জন মাজলুম উপস্থিত আছেন। তারাসহ সব কারানির্যাতিত মাজলুমকে আল্লাহ দুনিয়া ও আখেরাতে উচ্চ মর্যাদায় আসীন করুন। সে সময় আমরা দেশবাসী যারা বাইরে ছিলাম, আমরাও এক প্রকার জেলে-ই ছিলাম। আমার মনে হয়, আল্লাহ আমাদেরকে বাইরে রেখেছিলেন যাতে আমরা আমাদের মজলুম ভাইদের কিছু খেদমত আঞ্জাম দিতে পারি। আমি জানি, মজলুমদের জন্য সবাই নিজ নিজ সামর্থ্য অনুযায়ী চেষ্টা করেছেন। যে কিছুই করতে পারে নাই, সেও অন্তত তাদের জন্য চোখের পানি ফেলে দোয়া করেছে। আল্লাহ সবাইকে উত্তম জাযা দান করুন।
সংবর্ধনা অনুষ্ঠানে হেফাজতের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক বলেন, আল্লামা নূরুল ইসলাম জিহাদীর প্রতিষ্ঠিত মাদরাসায় এসে আপনাদের আন্তরিকতা দেখে আমরা মুগ্ধ। আল্লামা নূরুল ইসলাম জিহাদী আজ যদি বেঁচে থাকতেন, তাহলে তিনি এ মুহূর্ত দেখে অনেক খুশি হতেন। তার ইন্তেকালের খবর পেয়ে আমরা কারাগারে খুব শূন্যতা অনুভব করেছি। আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আল্লামা নূরুল ইসলাম জিহাদীর মিশন ও ভিশন নিয়ে আজীবন চলতে পারি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, হেফাজতে ইসলামের নায়েবে আমির মাওলানা আব্দুল আওয়াল, মাওলানা মুহিউদ্দিন রাব্বানী, মাওলানা আহমাদ আলী কাসেমী, মাওলানা হাবিবুল্লাহ মিয়াজি, দফতর সম্পাদক মাওলানা আফসার মাহমুদ, সহকারী সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা রাশেদ বিন নূর প্রমুখ।

 

 


আরো সংবাদ



premium cement
বিশ্বখ্যাত তবলাবাদক জাকির হোসেন মারা গেছেন আজ মহান বিজয় দিবস তাজউদ্দীনের মেয়ের দৃষ্টিতে জুলাই-আগস্ট বিপ্লব কুষ্টিয়ায় ট্রেন থেকে সাড়ে ৬ কোটি টাকার মাদকদ্রব্য উদ্ধার বৈষম্যবিরোধী আন্দোলনে আহতকে কাঠাল গাছে ঝুলিয়ে মেরে ফেলার হুমকি ইউপি চেয়ারম্যানের সাবেক এমপি ড. আবু রেজা মুহাম্মদ নদভী আটক মহাদেবপুরে রাস্তার পাশে থেকে যুবকের জবাই করা লাশ উদ্ধার মহাদেবপুরে রাস্তার পাশে থেকে যুবকের জবাই করা লাশ উদ্ধার শ্রমিকদের অবহেলিত রেখে কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয় : সেলিম উদ্দিন মহাদেবপুরে যুবকের লাশ উদ্ধার ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় নাগরিক কমিটির যুগ্ম মুখ্য সংগঠকসহ ৩ নেতাকে মারধর

সকল