০৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১, ৫ রজব ১৪৪৬
`

কোর্ট রিপোর্টার্স এসোসিয়েশনের বার্ষিক ফল উৎসব অনুষ্ঠিত

-

আইন আদালতের ঐতিহ্যবাহী সংগঠন ঢাকা কোর্ট রিপোটার্স এসোসিয়েশনের উদ্যোগে বার্ষিক ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার ঢাকার মহানগর দায়রা জজ আদালতের ৪র্থ তলায় জগন্নাথ-সোহেল স্মৃৃতি মিলনায়তনে এ ফল উৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকার সিনিয়র জেলা ও দায়রা জজ মো: হেলাল উদ্দিন, মহানগর দায়রা জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা ও দায়রা জজ মো: হেলাল উদ্দিন বলেন, এমন উৎসবে আমরা আনন্দিত। এ দিনটির জন্য আমরা অপেক্ষায় থাকি। আমাদের নিজের যেমন ভাষা ও সংস্কৃতি আছে তেমনি ফল উৎসব আমাদের সংস্কৃতির একটি অংশ। বিশেষ অতিথির বক্তব্যে মহানগর দায়রা জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন বলেন, আপনাদের ফল উৎসবে পূর্বেও আমি অংশগ্রহণ করেছি। খুবই ভালো অনুষ্ঠান। এ অনুষ্ঠানের ফলে আমরা আনন্দিত। সব সময় এমন অনুষ্ঠান আমরা চাই। কোর্ট রিপোর্টার্স এসোসিয়েশন কর্তৃক বিচারকদের সৌজন্য ফল উৎসব প্রতিবছরের একটি ঐতিহ্যবাহী অনুষ্ঠান, কোর্ট রিপোটার্সের সদস্যরা আইনজীবী এবং সাংবাদিক তাদের নিকট আমরা বস্তুনিষ্ঠ সংবাদ প্রত্যাশা করি। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালের বিচারক মো: মজিবুর রহমান, বিশেষ জজ মো: হাফিজুর রহমান, দ্রুতবিচার ট্রাইব্যুনালের বিচারক মো: রফিকুল ইসলাম, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শাহরিয়ার কবির, মানব পাচার ট্রাইব্যুনালের বিচারক মো: রফিকুল ইসলাম, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সৈয়দ মাশফিকুল ইসলাম এবং ভারপ্রাপ্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো: হাসিবুল হকসহ অন্যান্য বিচারক। এ ছাড়া আরো উপস্থিত ছিলেন পুলিশের যুগ্ম কমিশনার মো: আনিসুর রহমান, মহানগর পিপি আব্দুল্লাহ আবু, আওয়ামী লীগের আইন সম্পাদক এডভোকেট কাজী নাজিবুল্লাহ হিরুসহ কোর্ট রিপোর্টার্স এসোসিয়েশনের সদস্যগণ।
ফল উৎসব অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোর্ট রিপোর্টার্স এসোসিয়েশনের সভাপতি এডভোকেট মো: রুবেল হাওলাদার এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন কোর্ট রিপোর্টার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এডভোকেট মো: গাফফার হোসেন ইমন।

 


আরো সংবাদ



premium cement
সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার হাসিনাকে ফিরিয়ে আনা সার্বভৌমত্ব রক্ষায় সেনাসদস্যদের প্রস্তুত রাখতে হবে : প্রধান উপদেষ্টা খাদ্যগুদাম তৈরিতে পরামর্শক খরচই ২৯০ কোটি টাকা তারেক রহমানের বিরুদ্ধে ৪ মামলা বাতিলের রায় বহাল সফটওয়ার শিল্পে কর্মসংস্থান ও বিদেশী মুদ্রা হারানোর শঙ্কা তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন : সালাহউদ্দিন বাধ্যতামূলক ছুটি ৬ ব্যাংকের এমডিকে ভয়ঙ্কর রূপে তালিকাভুক্ত ৯৭৯ ছিনতাইকারী ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে পুলিশ ও গোয়েন্দাদের ভূমিকা প্রশ্নবিদ্ধ সেন্টমার্টিন রক্ষায় বিশ্বমানের উদ্যোগ আরামকোর উচ্চপর্যায়ের প্রতিনিধিদলকে বাংলাদেশে স্বাগত জানানো হয়নি : সৌদি রাষ্ট্রদূত

সকল