১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
অবৈধ সম্পদ অর্জন

সাবেক ভূমি কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা

-

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সিলেটের দক্ষিণ সুরমা ভূমি অফিসের সাবেক কানুনগো মো: জাহাঙ্গীর আলম ও তার স্ত্রী হাসিনা আলমের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
গতকাল রোববার কুমিল্লা সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করেন দুদকের উপসহকারী পরিচালক সিদ্দিকুর রহমান রুবেল। কানুনগো মো: জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে ৪৪ লাখ তিন হাজার ৪৫৩ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। দুদকের কুমিল্লা সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক ফজলুল হক জানান, জাহাঙ্গীর আলম ও তার স্ত্রী হাসিনা আলমের সম্পদ বিবরণী চাওয়া হয়। পরে তারা ২০২৩ সালের ১৯ মার্চ সম্পদ বিবরণী দাখিল করেন। সেই সম্পদ বিবরণী যাচাই-বাছাই শেষে দেখা যায়, তারা পরস্পর যোগসাজশে অসৎ উদ্দেশ্যে ৪৪ লাখ তিন হাজার ৪৫৩ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করে ভোগ দখলে রেখেছেন।
ফজলুল হক বলেন, এ ছাড়াও মো: জাহাঙ্গীর আলম ও হাসিনা আলম দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে ৯১ লাখ ৫১ হাজার ২৫০ টাকার সম্পদের মিথ্যা তথ্য দেন। অসৎ উদ্দেশ্যে মিথ্যা হিসাব দাখিল করে তারা শাস্তিযোগ্য অপরাধ করেছেন।


আরো সংবাদ



premium cement