ঢাবি অধ্যাপক ড. তাসনিম সিদ্দিকীকে সংবর্ধনা
- ০৮ জুলাই ২০২৪, ০০:৪৪
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. তাসনিম আরেফা সিদ্দিকীর অবসরগ্রহণ উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠান শনিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো: মহিববুর রহমান এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
রাষ্ট্রবিজ্ঞান বিভাগ আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. এ কে আজাদ চৌধুরী, ইমেরিটাস অধ্যাপক ড. আতিউর রহমান, বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক ড. ফকরুল আলম, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইমরান আহমদ এমপি এবং সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিভাগীয় চেয়ারপারসন অধ্যাপক ড. নাছিমা খাতুন।এছাড়া, অনুষ্ঠানে বিভাগের শিক্ষক, গবেষক, শিক্ষার্থী, অ্যালামনাই এবং সংশ্লিষ্টরা অধ্যাপক ড. তাসনিম আরেফা সিদ্দিকীকে নিয়ে স্মৃতিচারণ করেন। বিজ্ঞপ্তি।