১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

কবি আসাদ বিন হাফিজ স্মরণ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত

-

সাহিত্য সংস্কৃতিকেন্দ্রের উদ্যোগে গতকাল বিকেলে জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম মিলনায়তনে কবি আসাদ বিন হাফিজ স্মরণ ও দোয়া অনুষ্ঠান হয়েছে।
সাহিত্য সংস্কৃতিকেন্দ্রের সভাপতি যাকিউল হক জাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- নজরুল ইনস্টিটিউটের সাবেক নির্বাহী পরিচালক কবি আবদুল হাই শিকদার। কেন্দ্রের সেক্রেটারি মাহবুব মুকুলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- কবি মোশাররফ হোসেন খান, কবি হাসান আলীম ও প্রফেসর ড. মাহফুজুর রহমান আখন্দ। আরো বক্তব্য রাখেন- শরীফ বায়জীদ মাহমুদ, কবি আবু তাহের বেলাল, চিত্রশিল্পী ইব্রাহিম মণ্ডল, আবেদুর রহমান, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম, কবি মাহমুদুল হাসান নিজামী, ইব্রাহীম বাহারী, ড. মোস্তফা মনোয়ার, কবির ভাতিজা কবি সালেহ মাহমুদ প্রমুখ।
কবির লিখিত কবিতা আবৃত্তি করেন বাচিক শিল্পী মুস্তাগিছুর রহমান, গীতিকাব্য পরিবেশন করেন মহানগর শিল্পীগোষ্ঠীর সদস্যরা।
বক্তারা বলেন, কবি আসাদ বিন হাফিজ আমৃত্যু সত্য সুন্দর শুদ্ধ সংস্কৃতির কাজ করেছেন, শিল্প সাহিত্য সংস্কৃতির বিকাশে নিরলসভাবে ভূমিকা পালন করেছেন, মহান রব নেক আমলগুলো কবুল করে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। বিজ্ঞপ্তি।

 


আরো সংবাদ



premium cement