স্ত্রীসহ শিল্প পুলিশের সাবেক এএসপির বিরুদ্ধে দুদকের মামলা
- চট্টগ্রাম ব্যুরো
- ০৬ জুলাই ২০২৪, ০০:০০
ইন্ডাস্ট্রিয়াল পুলিশের (চট্টগ্রাম) অবসরপ্রাপ্ত সিনিয়র সহকারী পুলিশ সুপার মো: আবুল হাশেম এবং তার স্ত্রী তাহেরিনা বেগমের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন পৃথক দু’টি মামলা দায়ের করেছে। দুর্নীতি দমন কমিশন আইন-২০৪-এর ২৬(২) ও ২৭(১) ধারাসহ দণ্ডবিধির ১০৯ ধারায় মামলায় অভিযোগ আনা হয়। গত বৃহস্পতিবার দুদক চট্টগ্রাম জেলা সমন্বিত-১ কার্যালয়ে মামলা দুইটি দায়ের করেন দুদক চট্টগ্রাম জেলা সমন্বিত-২ কার্যালয়ের সহকারী পরিচালক মুসাব্বির আহমেদ।
অভিযুক্ত মো: আবুল হাশেম (৬১) চট্টগ্রামের রাউজান থানার গশ্চি গ্রামের গুরা মিয়া সেক্রেটারি বাড়ির বাসিন্দা। তিনি তার স্ত্রী তাহেরিনা বেগমকে (৫১) নিয়ে নগরের খুলশী থানার পলিটেকনিক্যাল কলেজ রোডের রূপসী হাউজিংয়ে বসবাস করেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, ২০১৭ সালের শুরুতে দুদকের হটলাইনে আসা অভিযোগের ভিত্তিতে পুলিশের এই দম্পতির বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান শুরু করে দুদক। ২০১৮ সালের ২৮ অক্টোবর আবুল হাশেম ও তার স্ত্রী তাহেরিনাকে সম্পদের বিবরণ দাখিলের জন্য নোটিশ দেয়া হয়। একই বছরের ২৭ নভেম্বর সম্পদের বিবরণ দাখিল করেন তারা। ২০২২ সালের ১৬ অক্টোবর আবুল হাশেম চাকরি থেকে অবসর নেন।
অনুসন্ধানে মো: আবুল হাশেমের ৪৮ লাখ ৪৭ হাজার ২৫৮ টাকার এবং তার স্ত্রী তাহেরিনা বেগমের ১৯ লাখ ৫১ হাজার ৫৪৪ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের তথ্য পায় দুদক। এর পরিপ্রেক্ষিতে মামলা দায়ের করা হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা