১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

এশিয়ান ইউনিভার্সিটিতে জাপানি অধ্যাপকের গবেষণা সেমিনার উপস্থাপন

-

এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এইউবি) আশুলিয়াস্থ স্থায়ী ক্যাম্পাসে গত বুধবার সাপ্তাহিক গবেষণা সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাপানের হামামাতসু ইউনিভার্সিটির সিনিয়র অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ড. শফিউর রহমান “Inequality in Suspected Developmental Delays Among Children Aged 3-4 Years in Bangladesh and Nepal : A Subnational Level Assessment” বিষয়ের ওপর গুরুত্বপূর্ণ তথ্যভিত্তিক গবেষণা তুলে ধরেন প্রবন্ধ উপস্থাপক।

গবেষণার ফলাফলে জানাযায়, তিন-চার বছর বয়সের শিশুদের দেরিতে উন্নতির বেশি আশঙ্কা থাকে যদি শিশুর মায়ের শিক্ষগত যোগ্যতা ও পরিবারিক সম্পদ কম থাকে ।
এইউবি প্রফেসর ড. শাহজাহান খানেরে সাথে ড. শফিউর রহমান ‘Stutistical Methods and Models for Health and Clinical Studies’ শীর্ষক বই লেখার কাজ সম্পদান করার জন্য বর্তমানে এইউবি ভিজিট করেছেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এইউবি ভিসি ইমেরিটাস প্রফেসর ড. শাহজাহান খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এইউবির সম্মানিত কোষাধ্য অধ্যাপক ড. মো: নূরুল ইসলাম। অংশগ্রহণকারী ফ্যাকাল্টিবৃন্দ প্রশ্নোত্তর পর্বে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন এবং সেমিনার উপস্থাপকের প্রশংসা করেন। সেমিনারটি সঞ্চালনা করেন রেজিস্ট্রার এ কে এম এনামুল হক। বিজ্ঞপ্তি।

 


আরো সংবাদ



premium cement