০৭ জুলাই ২০২৪, ২৩ আষাঢ় ১৪৩১, ৩০ জিলহজ ১৪৪৫
`

বিয়ে বাড়িতে অতিথিদের মোবাইল হাতিয়ে নেয়াই তাদের পেশা

মোবাইল ফোন চোর চক্রের হোতা কালন শেখ ওরফে সজীব : নয়া দিগন্ত -

বিয়ে বাড়িতে বরযাত্রী বেশে কনের বাড়িতে প্রবেশের সময় খুবই কৌশলে অতিথিদের পকেট থেকে মোবাইল ফোন হাতিয়ে নিতো তারা। এমনভাবে বেশ কয়েকটি অনুষ্ঠান থেকে অসংখ্য ব্যক্তি মোবাইল ফোন খুইয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ সংক্রান্ত বিভিন্ন পোস্ট করেও রেহাই মিলছিল না। সবশেষে বোয়ালমারীর সাতৈর এলাকায় জনৈক হাবিবুর রহমানের শ্যালকের বিয়ের অনুষ্ঠান থেকে এভাবে বেশ কয়েকজনের মোবাইল হাতিয়ে নেয়ার পরে লিখিত অভিযোগ জানানো হয় থানায়। এরপর দীর্ঘ সময় রাতদিন কঠোর পরিশ্রম করে বোয়ালমারী থানার পুলিশ এই চক্রের এক হোতাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। এর মাধ্যমে বেরিয়ে এসেছে এই অভিনব পকেটমার চক্রের সন্ধান। এই চক্রের অন্যদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।
গ্রেফতার ওই যুবকের নাম কালন শেখ ওরফে সজীব (৩৩)। তিনি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ভাকুরী গ্রামের চুন্নু শেখের ছেলে। বোয়ালমারী থানার উপ-পুলিশ পরিদর্শক তন্ময় চক্রবর্তী জানান, বোয়ালমারী থানার ওসি মো: শহিদুল ইসলামের দিকনির্দেশনায় গতকাল সকাল ১১টার দিকে মুকসুদপুর বাজার হতে তাকে গ্রেফতার করা হয়। বিকেলে তাকে হাবিবুর রহমানের দায়েরকৃত মামলায় আদালতে চালান করা হয়েছে। তিনি জানান, বোয়ালমারীতে বেশ কয়েকটি বিয়ের অনুষ্ঠান থেকে এই চক্রটি মোবাইল মেরে দিয়েছে। বিয়ে বাড়িতে যখন বর প্রবেশ করে, তখন খুবই কৌশলে তারা বরযাত্রীদের মোবাইল হাতিয়ে নিত। ফেসবুকে অনেকসময় এসব ঘটনা উঠে আসতো। তবে এর মধ্যে সর্বশেষ গত শুক্রবার হাবিবুর রহমানের শ্যালকের বিয়ের অনুষ্ঠান থেকে মোবাইল চুরির ঘটনাটি অভিযোগ হিসেবে গ্রহণ করা হয়েছে। সেই মামলার তদন্তে একজনকে গ্রেফতার করা হয়েছে। দুটি মোবাইল উদ্ধার করা হয়েছে তার কাছ থেকে। এই চক্রে এ পর্যন্ত তিনজনের সন্ধান পাওয়া গেছে। তাদের গ্রেফতারে জোর চেষ্টা চলছে।
এদিকে, বৃহস্পতিবার এই চক্রের অন্যতম হোতা কালন শেখ ওরফে সজীবকে গ্রেফতারের পর এসআই তন্ময় চক্রবর্তী গ্রেফতার পূর্ব অনুসন্ধান কার্যক্রমের একটি দুর্বিষহ কষ্টকর এক অভিযানর বর্ণনা তুলে ধরেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেখানে তিনি বলেন, তিনদিন এই বৃষ্টির মধ্যে অক্লান্ত পরিশ্রম করে, তথ্য প্রযুক্তির সহযোগিতা ছাড়াই এই মোবাইল চোরকে ধরতে সক্ষম হই।


আরো সংবাদ



premium cement