০৭ জুলাই ২০২৪, ২৩ আষাঢ় ১৪৩১, ৩০ জিলহজ ১৪৪৫
`

ঢাবি ভিসির সাথে চীনা প্রতিনিধিদলের সাক্ষাৎ

-

চীনের ফার্স্ট ইনস্টিটিউট অব ওশানোগ্রাফির ইন্টারন্যাশনাল কো-অপারেশন ডিভিশনের পরিচালক মিস লি লি এবং একই প্রতিষ্ঠানের অধ্যাপক ড. দেজুন দাই গতকাল বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালের সাথে সাক্ষাৎ করেছেন। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রোভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার, সমুদ্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. কে এম আজম চৌধুরীসহ কয়েকজন শিক্ষক উপস্থিত ছিলেন। সাক্ষাৎকালে তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং চীনের ফার্স্ট ইনস্টিটিউট অব ওশানোগ্রাফির মধ্যে চলমান যৌথ সহযোগিতামূলক শিক্ষা ও গবেষণাকার্যক্রম আরো গতিশীল করার সম্ভাব্যতা নিয়ে আলোচনা করেন। এ সময় দুই শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে সামুদ্রিক বিপর্যয়, মহাসাগর এবং জলবায়ু মডেলিং, ভূতত্ত্ব, সামুদ্রিক ভূতত্ত্ব ও মহাসাগর ম্যাপিং বিষয়ে আরো যৌথ সহযোগিতামূলক গবেষণাকার্যক্রম গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং চীনের ফার্স্ট ইনস্টিটিউট অব ওশানোগ্রাফির যৌথ তত্ত্বাবধানে পিএইচডি প্রোগ্রাম পরিচালনার বিষয়েও বৈঠকে আলোচনা করা হয়। বিজ্ঞপ্তি।


আরো সংবাদ



premium cement