বান্দরবানে বেনজীরের সম্পত্তি তত্ত্বাবধানে নিলো জেলা প্রশাসন
- বান্দরবান প্রতিনিধি
- ০৫ জুলাই ২০২৪, ০০:০৫
বান্দরবানের সুয়ালক ইউনিয়নের মাঝেরপাড়া এলাকায় সাবেক আইজিপি বেনজীর আহমেদের প্রায় ৩০ কোটি টাকার সম্পত্তি (বাগানবাড়ি, গরু ও মৎস্য খামার) তত্ত্বাবধানে নিয়েছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিনের নেতৃত্বে প্রশাসন ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তাদের নিয়ে একটি টিম সেখানে গিয়ে সম্পত্তি তত্ত্বাবধানে নেয়ার পর সাইনবোর্ড টাঙিয়ে দিয়ে আসেন। সেই সাথে বাগানবাড়িতেও তালা লাগিয়ে দেন।
জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন জানিয়েছেন, আদালতের নির্দেশনার পর বেনজীর আহমেদের সম্পত্তিগুলো তত্ত্বাবধানে নেয়া হয়েছে। এসব সম্পত্তি থেকে যা আয় হবে তা সরকারের কোষাগারে জমা হবে।
উল্লেখ্য সারা দেশে ছড়িয়ে-ছিটিয়ে থাকা সাবেক আইজিপি বেনজীর আহমেদের সম্পত্তি দুদক খুঁজে বের করার পর বান্দরবানেও বিশাল সম্পত্তির খোঁজ মেলে। বান্দরবানের সুয়ালকে ৫০ একর ও লামায় তার প্রায় ১০০ একর সম্পত্তি রয়েছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন। এ বিষয়ে সংবাদ প্রকাশের পর দুদক সুয়ালকে ২৫ একর সম্পত্তির নথি খুঁজে পায়। আদালতের নির্দেশে গতকাল এসব সম্পত্তি তত্ত্বাবধানে নিয়েছে বান্দরবানের জেলা প্রশাসন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা