১৬ ডিসেম্বর ২০২৪, ১ পৌষ ১৪৩০, ১৩ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

চৌদ্দগ্রামে কাজী জাফর আহমেদের জন্মবার্ষিকী পালিত

-

সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমেদের ৮৫তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা করেছে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা জাতীয় পার্টি। সোমবার চিওড়া কাজীবাড়িতে মিলাদ ও মধ্যাহ্নভোজে পৌরসভাসহ উপজেলার তেরো ইউনিয়নের তৃণমূলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান কাজী মো: নাহিদ। উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক, সাবেক চেয়ারম্যান আবদুল্লাহ চৌধুরী পাশার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা খবির আহমেদ মজুমদার, উপজেলা যুবসংহতির আহ্বায়ক কাজী শহীদ, মুন্সিরহাট ইউনিয়ন জাতীয় পার্টির আহ্বায়ক নুর হোসেন নুরু, আলকরা ইউনিয়ন জাতীয় পার্টির আহ্বায়ক জহিরুল ইসলাম জহির, সদস্য সচিব আবুল কালাম আজাদ বাবুল, উপজেলা যুবসংহতির নেতা বিল্লাল হোসেন স্বপন, উপজেলা ছাত্রসমাজের সাবেক সভাপতি জাকির হোসেন, কাশিনগর ইউনিয়ন জাতীয় পার্টির নেতা মাহাবুবুর রহমান, লুৎফুর রহমান, আবু রশিদ, কনকাপৈত ইউনিয়ন জাতীয় পার্টির নেতা কাজী জাফর, বাহার মজুমদার, উজিরপুর ইউনিয়ন জাতীয় পার্টির নেতা সাইফুল ইসলাম, ঘোলপাশা ইউনিয়ন জাতীয় পার্টির আহ্বায়ক জামাল হোসেন মেম্বার, বাতিসা ইউনিয়ন জাতীয় পার্টির আহ্বায়ক নাসির উদ্দিন ভূঁঁইয়া, ওবায়দুল হক পাটোয়ারী, এয়াকুব মোল্লা, মাহমুদ ভূঁইয়া, অলিউর রহমান পাটোয়ারী, মো: খোকন, ফারুক ভূঁঁইয়া, মাইদুল হোসেন, নুরুল আমিন, ছেরু মজুমদার, গুণবতী ইউনিয়ন জাতীয় পার্টির নেতা জানে আলম দোভাষী, শাহিন মিয়া প্রমুখ।

 


আরো সংবাদ



premium cement