জমির সভাপতি, ড. আয়েশা সাধারণ সম্পাদক
- ০১ জুলাই ২০২৪, ০১:১৫
চট্টগ্রামের জিন্নুরাইন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক দৈনিক দেশ বর্তমান পত্রিকার সম্পাদক ও প্রকাশক রোটারিয়ান এস এম জমির উদ্দিনকে সভাপতি ও চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের ফলিত রসায়ন বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর ড. আয়েশা আফরিনকে সাধারণ সম্পাদক করে রোটারি ক্লাব অব গ্রেটার চিটাগাংয়ের ১৮ সদস্যবিশিষ্ট নতুন কমিটি (২০২৪-২০২৫) গঠিত হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন, সদ্য বিদায়ী সভাপতি রোটারিয়ান মো: জামাল উদ্দিন সিকদার, নির্বাচিত সভাপতি (২০২৫-২০২৬) রোটারিয়ান সৈয়দা কামরুন নাহার, সহ-সভাপতি রোটারিয়ান মো: সালাউদ্দিন, সহ-সভাপতি রোটারিয়ান মো: বেলাল, যুগ্ম সম্পাদক রোটারিয়ান সৈয়দা সেলিনা সরওয়ার, কোষাধ্য রোটারিয়ান মো: ইকরাম পাশা, পরিচালক (ক্লাব সেবা) রোটারিয়ান শওকত আকবর, পরিচালক (ভোকেশনাল সার্ভিস) রোটারিয়ান তাসিন চৌধুরী, পরিচালক (সমাজসেবা) রোটারিয়ান মো: মনসুর মিয়া, পরিচালক (ইয়ুথ সার্ভিস) রোটারিয়ান মিজানুর রহমান আপন, পরিচালক (আন্তর্জাতিক সেবা) রোটারিয়ান মো: জাহাঙ্গীর কবির, বুলেটিন এডিটর রোটারিয়ান ফাতিহা তাবাসসুম চৌধুরী, জয়েন্ট বুলেটিন এডিটর রোটারিয়ান শেখ ফরিদ, সার্জেন্ট এট আমগ্র্ রোটারিয়ান এস এম সাজ্জাদ হোসেন, জয়েন্ট সার্জেন্ট এট আমর্স রোটারিয়ান এম এ মতিন ও ক্লাব লার্নিং ফ্যাসিলেটেটর সিপি রোটারিয়ান মোহাম্মদ শাহজাহান। বিজ্ঞপ্তি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা