কুলিয়ারচরে বখাটেদের উৎপাতে অতিষ্ঠ সনাতন ধর্মাবলম্বী নারীরা
- কুলিয়ারচর (কিশোরগঞ্জ) সংবাদদাতা
- ২৯ জুন ২০২৪, ০০:০০
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ছয়সুতী ইউনিয়নের ছোট ছয়সুতী খালিসা গ্রামে মাদকসেবী, জুয়াড়ি ও বখাটেদের উৎপাতে অতিষ্ঠ ও আতঙ্কে দিনাতিপাত করছেন সনাতন ধর্মাবলম্বী দুই শতাধিক নারী। বিষয়টি দেখার কেউ নেই এমন অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। তাদের মধ্যে অল্প বয়সের কিশোরী ও ছাত্রীও রয়েছে।
তাদের অভিযোগ, পাড়ায় দিনের বেলায় প্রকাশ্যে কিছু জুয়াড়ি, মাদকসেবী ও বখাটে প্রতিদিনই বিভিন্ন বাড়িতে এসে জুয়া খেলাসহ মাদক সেবন করে মেয়ে ও নারীদের ইভটিজিং করে। শুধু তা-ই নয়, তারা বিভিন্ন সময় তাদের পাড়ায় একাধিক মেয়ে এনে বাড়ির নারীদের ঘর থেকে বের করে দেয়ার চেষ্টা করে অনৈতিক কাজে লিপ্ত হওয়ার জন্য এবং ঘরে থাকা নগদ টাকা, স্বর্ণালঙ্কার, মোবাইলফোন ও পানির টিউবওয়েল চুরি করে নিয়ে যায়। একাধিক ব্যক্তিকে মারধর করে রক্তাক্ত জখমও করেছে। বখােেটর কাজে বাধা নিষেধ দিলে খুন করার হুমকিও দেয় তারা। একাধিক মেয়ে বলেন, দীর্ঘদিন যাবৎ বখাটেরা বিভিন্ন কুইঙ্গিত ও কুপ্রস্তাব দেয়ায় উৎপাতে বসতঘর ছেড়ে অন্যত্র গিয়ে থাকতে হয় তাদের। বখাটেরা চলে যাওয়ার পর তারা বাড়ি আসে। স্কুল কলেজে আসা-যাওয়ার পথেও ইভটিজিংয়ের শিকার হতে হয় শিক্ষার্থীদের। মারাত্মক অস্ত্রাদি নিয়ে আসায় বখাটেদের ভয়ে তারা কিছুই বলার সাহস পায় না। অবশেষে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তাদের দুঃখ কষ্টের কথা তুলে ধরলেও মৃত্যু ও ধর্ষিত হওয়ার ভয়ে বখাটেদের নাম ঠিকানা বলার সাহস পাননি। তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন দাবি করে বখাটেদের হাত থেকে রক্ষা পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
এসব ঘটনা নিয়ে ২৭ জুন বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একাধিক ভুক্তভোগী নারীর অভিযোগের বক্তব্যের ভিডিও ভাইরাল হলে অনেকের নজরে আসে।
এ বিষয়ে জানতে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সারোয়ার জাহানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে এঘটনা জানতে পেরে বিকেলে পুলিশ ফোর্স নিয়ে খালিসা গ্রামে অভিযান চালালেও কাউকে পাওয়া যায়নি। হিন্দু সম্প্রদায়ের নেতাদের সাথে নিয়ে প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে বখাটেদের নাম ঠিকানা জানতে চাইলে তারা কারো নাম বলতে পারেনি। তারপরও আমরা চেষ্টা করছি বখাটেদের নাম ঠিকানা শনাক্ত করে তাদের আইনের আওতায় আনার জন্য। সবার কাছে থানার ওসি, বিট অফিসারের মোবাইল নম্বরসহ ৯৯৯ নাম্বার দিয়ে এসেছি। সমস্যা হলে কল করার জন্য। ওই গ্রাম পুলিশের নজরদারিতে রয়েছে।
এছাড়া ওই দিন বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেন ভৈরব সার্কেলের অতিরিক্ত সহকারী পুলিশ সুপার মো: দেলোয়ার হোসেন খান।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা