১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
কক্সবাজারে র‌্যাবের ব্রিফিং

আনসার আল ইসলামের ৩ জন গ্রেফতার

-

নিষিদ্ধঘোষিত উগ্রবাদী সংগঠন ‘আনসার আল ইসলাম’ ভিন্ন নামে সাংগঠনিক তৎপরতা চালাচ্ছে। ‘আস-শাহাদাত’ গ্রুপের নামে সংগঠনের সদস্য সংগ্রহ নানা তৎপরতায় জড়িত তিন সদস্যকে কক্সবাজারের চৌফলদণ্ডী এলাকা থেকে আটকের পর র‌্যাব এমন তথ্য জানিয়েছে। অভিযানে উদ্ধার করা হয়েছে উগ্রবাদী পুস্তিকা, লিফলেট ও বিস্ফোরক তৈরির ম্যানুয়াল। কক্সবাজার র্যাব ১৫ এর কার্যালয়ে গতকাল শুক্রবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম।

আটককৃতরা হলেন জামালপুর জেলার ইসলামপুর এলাকার আবদুল ওহাবের ছেলে মো: জাকারিয়া মণ্ডল (১৯), ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার নুরুল আমিনের ছেলে মো: নিয়ামত উল্লাহ (২১) ও ফেনী জেলার সোনাগাজীর ইদ্রিস আলীর ছেলে মো: ওজায়ের (১৯)।
কমান্ডার আরাফাত ইসলাম জানান, র‌্যাব সদর দফতরের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-১৫ এবং র‌্যাব-৭ যৌথভাবে বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত চৌফলদণ্ডী এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় তিনজনকে আটক করা হয়। এই তিনজনই ‘আনসার আল ইসলাম’-এর সক্রিয় সদস্য। এর আগে র‌্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানের ফলে আনসার আল ইসলামের কার্যক্রম প্রায় স্তিমিত হয়ে পড়ে।


এতে তাদের কার্যক্রমকে চলমান রাখতে আনসার আল ইসলাম মতাদর্শী ‘আস-শাহাদাত’ নামে নতুন একটি গ্রুপ তৈরি করে নতুন সদস্য সংগ্রহসহ দাওয়াতি কার্যক্রম পরিচালনা করতে থাকে। এই গ্রুপটি পার্শ্ববর্তী একটি দেশ হতে পরিচালিত হচ্ছে এবং এই সংগঠনের সদস্য সংখ্যা আনুমানিক ৮৫-১০০ জন। এই গ্রুপটির উদ্ভাবক হচ্ছে পার্শ্ববর্তী দেশের নাগরিক হাবিবুল্লাহ এবং কথিত আমির সালাহউদ্দিন। এই গ্রুপটির বাংলাদেশের আঞ্চলিক শাখার দায়িত্বপ্রাপ্ত আমির ছিলেন র‌্যাবের হাতে আগে গ্রেফতার ইসমাইল হোসেন। এই গ্রুপের অন্যান্য সদস্য ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় অবস্থান করছে।
র‌্যাব কর্মকর্তা বলেন, জিজ্ঞাসাবাদে আটক তিনজন জানিয়েছে তাদের কিছুসংখ্যক সদস্য আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হওয়ায় এই সংগঠনটিকে তারা পুনরুজ্জীবিত করতে নতুন রিক্রুট করছে। উঠতি বয়সী কিশোরদের অপব্যাখা দিয়ে সহজে ব্রেন ওয়াশের মাধ্যমে ভুলপথে নেয়া যায় বিধায় কোমলমতি কিশোরদের তারা প্রথমে টার্গেট করত। তাই এই সংগঠনের বেশির ভাগ সদস্যই ১৯-২০ বছর বয়সী তরুণ। এ ব্যাপারে মামলা করে আটকদের কক্সবাজার সদর থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।


আরো সংবাদ



premium cement
ডিসেম্বরের পর নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করতে হবে : গোলাম পরওয়ার অন্তর্বর্তী সরকার সমৃদ্ধ-সুশাসিত বাংলাদেশ গঠনে অঙ্গীকারবদ্ধ : প্রধান উপদেষ্টা ইউক্রেনে শান্তিরক্ষী মোতায়েনের প্রস্তাব : ম্যাক্রোঁ ও টাস্কের বৈঠক বেনাপোল বন্দরে এলো আমদানি করা ৪৬৮ টন আলু রাজশাহীতে পাহারাদারের লাশ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন শ্রমিকদের মাঝে বেতন বৈষম্য দূর করতে হবে : গোলাম পরওয়ার হেলাল হাফিজ : একটি কবিতা লিখে যিনি ছাত্রাবস্থায় তারকাখ্যাতি পেয়েছিলেন পার্লামেন্টে প্রথম বক্তৃতায় যা নিয়ে কথা বললেন প্রিয়াঙ্কা গান্ধী যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী রিশাদ মুক্তিযোদ্ধাদের অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করলেন আমিরে জামায়াত ওয়েস্ট ইন্ডিজ সিরিজে সর্বোচ্চ রান মাহমুদুল্লাহর

সকল