বগুড়া কারাগারের ছাদ ফুটো করে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৪ কয়েদি গ্রেফতার
- বগুড়া অফিস
- ২৭ জুন ২০২৪, ০০:৪৭
বগুড়া জেলা কারাগারের ছাদ ফুটো করে গভীর রাতে পালিয়ে যাওয়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার কয়েদিকে গ্রেফতার করেছে পুলিশ। মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদিরা হলেনÑ কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার দিয়াডাঙ্গা এলাকার নজরুল ইসলাম মজনু, নরসিংদীর মাধবদী উপজেলার ফজরকান্দি এলাকার আমির হোসেন, বগুড়ার কাহালু পৌরসভার মেয়র আব্দুল মান্নানের ছেলে মো: জাকারিয়া এবং বগুড়া সদরের কুটুরবাড়ি পশ্চিমপাড়া এলাকার ফরিদ শেখ। জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী তার কার্যালয়ে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান। তিনি জানান, কারাগারের জাফলং সেলের ছাদ ফুটো করে তারা পালিয়ে যান। জেল সুপার মনির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কিভাবে কারা তাদের সহযোগিতা করেছে তা তদন্ত করা হচ্ছে। আসামিদের বিরুদ্ধে মামলা শেষে আদালতে পাঠানো হয়েছে। রাজশাহী ডিআইজি প্রিজন কামাল হোসেন জানিয়েছেন, ঘটনা তদন্তে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
বগুড়া জেলা প্রশাসক মো: সাইফুল ইসলাম বলেন, গত মঙ্গলবার রাত ৩টা ৫৫ মিনিটে খবর আসে বগুড়া জেলা কারাগার থেকে মৃত্যুদণ্ড প্রাপ্ত চার আসামি পালিয়ে গেছেন। পরে সকাল ৭টার দিকে পুলিশ তাদেরকে অর্ধকিলোমিটার দূরে চেলোপাড়া ব্রিজ এলাকা থেকে গ্রেফতার করেছে। এ ঘটনায় জেলা প্রশাসন ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে কমিটির সদস্যরা হলেনÑ পুলিশ, র্যাব, গণপূর্ত বিভাগ, ফায়ার সার্ভিস ও কারা অধিদফতরের প্রতিনিধি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা