১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ভ্রাতৃত্ব ও বন্ধুত্বের ওপর সিএনসির মাসব্যাপী আলোচনা সমাপ্ত

-

সেন্টার ফর ন্যাশনাল কালচার (সিএনসি) জুন মাসব্যাপী আমাদের ভ্রাতৃত্ব ও বন্ধুত্বের ওপর আলোচনা ভার্চুয়াল লাইভ ইভেন্টের মাধ্যমে শেষ করেছে। গত সোমবার ২৪ জুন সিএনসির নির্বাহী পরিচালক মাহবুবুল হকের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ লেখক ও সিএনসির ট্রাস্টি অধ্যক্ষ সাব্বির উদ্দিন আহমেদ।
মাসব্যাপী এ আয়োজনে অংশ নেন সহকারী অধ্যাপক খন্দকার রকিবুল হাসান, বিশিষ্ট লোকজ গবেষক সাইদুর রহমান সাঈদ, বিশিষ্ট শিক্ষাবিদ ও অভিনেত্রী ফ্লোরা সরকার, সহকারী অধ্যাপক আবদুল্লাহ আল মাহমুদ, মেজর (অব:) আশরাফুজ্জামান, কবি ও ছড়াকার নিয়ামুল হক, কবি ও ছড়াকার মামুন সারওয়ার, বিশিষ্ট ছড়াকার-কবি-লেখক কর্নেল আশরাফ আল দীন।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ সাব্বির উদ্দিন বলেন, আলোচ্য বিষয়ে যারা মাসব্যাপী বক্তৃতায় যা বলেছেন আমি তা গভীরভাবে অনুধাবন করার চেষ্টা করেছি। সেখানে বক্তারা বলেছেন আল্লাহ তায়ালা ইবরাহিম আ:-কে খলিলুল্লাহ এবং মুহাম্মদ সা:-কে হাবিবুল্লাহ বলে সম্বোধন করেছেন। কুরআনের কোনো কোনো জায়গায় মহান আল্লাহ গরিবদেরকে আমার বন্ধু হিসেবে উল্লেখ করেছেন। কিন্তু তিনি মানুষকে বন্ধুত্বের তুলনায় ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হতে উৎসাহিত করেছেন। মানুষের মধ্যে বন্ধুত্বের বিকাশকে তিনি সেভাবে উচ্চকিত করেননি। ভ্রাতৃত্ব সম্পর্কে কুরআনে যে বিষয়টি উদ্ভাসিত হয়েছে, তা হলো মুসলিমরা পরস্পর ভাই ভাই। এখানে ভ্রাতৃত্বকে রক্তের বন্ধনের চেয়ে আদর্শিক বন্ধনকে প্রাধান্য দেয়া হয়েছে। সেই আদর্শ হলো মহান আল্লাহর দ্বীন।
প্রধান অতিথি বিশেষভাবে ফিলিস্তিনের বিষয়টি গুরুত্ব দিয়ে বলেছেন, ফিলিস্তিনের স্বাধীনতার বিষয়ে কোনো মুসলিম বা কোনো মুসলিম দেশ অবহেলা ও অবজ্ঞা করতে পারে না। তাদেরকে ভিন দেশের মানুষ বলে চিহ্নিত করা যায় না। ফিলিস্তিনে যে হত্যাযজ্ঞ চালানো হচ্ছে সে বিষয়ে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ গোটা মুসলিম বিশ্বকে অবশ্যই নিজেদের সমস্যা হিসেবে উপলব্ধি করতে হবে। মাসব্যপী প্রতিটি অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সিএনসির নির্বাহী পরিচালক এবং উপস্থাপনায় ও সঞ্চালনায় ছিলেন সিএনসির মিডিয়া এক্সিকিউটিভ ইসমাইল হোসেন। বিজ্ঞপ্তি।

 


আরো সংবাদ



premium cement
নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত বুদ্ধিজীবী স্মৃতিসৌধে বিএনপির শ্রদ্ধা ‘খুবই অস্বাস্থ্যকর’ বাতাস নিয়ে দূষণে শীর্ষে ঢাকা ‘মধ্যপ্রাচ্যকে নিজেদের অনুকূলে ঢেলে সাজানোর চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরাইল’ কাঁপছে চুয়াডাঙ্গা, তাপমাত্রা নামলো ৮ ডিগ্রিতে তালিবান মন্ত্রীর হত্যাকাণ্ডে আইএস-এর সম্প্রসারণ নিয়ে উদ্বেগ ভারতীয় সংবিধান লঙ্ঘন করে মোদী সরকার খুনি হাসিনাকে আশ্রয় দিয়েছে : ড. মাসুদ যুক্তরাষ্ট্র-চীন বিজ্ঞান ও প্রযুক্তিগত সমন্বয় গড়তে সংশোধিত চুক্তিতে স্বাক্ষর করলো দেশ গড়ার দ্বিতীয় সুযোগ যেন কোনোভাবেই নষ্ট না হয় : আসিফ নজরুল লেককে ভয়েস অব আমেরিকার পরিচালক করলেন ট্রাম্প এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হার পাকিস্তানের

সকল