১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
সতর্ক থাকার আহ্বান মেয়র আতিকের

এডিস মশার বংশবিস্তারের সময় ও পরিবেশ এখন

-


রাজধানী ঢাকার যেসব এলাকায় অভিযান চালানো হয়েছে তার প্রতিটি এলাকাতেই ডেঙ্গুর বাহক এডিস মশার উপস্থিতি পাওয়া যাচ্ছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) গত রোববার থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা শুরু করেছে। এরপর গত দুই দিনে সব এলাকার বাসাবাড়িতেই এডিস মশার লার্ভা পাওয়া যাচ্ছে। আর ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো: আতিকুল ইসলাম নগরবাসীকে সতর্ক করে বলেছেন, বর্ষার মৌসুম শুরু হয়েছে। কখনো বৃষ্টি আবার কখনো রোদ। এটি এডিস মশার বংশবিস্তারের উপযুক্ত সময় ও পরিবেশ। আমাদের সবাইকে খেয়াল রাখতে হবে আমাদের বাসাবাড়িসহ আঙ্গিনার কোথাও পানি জমে থাকছে কিনা। যদি পানি জমে থাকে পাত্রটি উল্টে দিতে হবে। পরিত্যক্তপাত্র কাজে না লাগলে ধ্বংস করে ফেলতে হবে। কারণ এ সব পাত্রেই এডিস মশা বংশবিস্তার করে।

ডিএসসিসি : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) গতকাল দ্বিতীয় দিনের মতো এডিস মশার লার্ভা নিধনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে। ঢাকার কাঁঠালবাগান, জিগাতলা, দক্ষিণ বনশ্রী, মুরাদপুর মাদরাসা রোড ও রজব আলী সরদার রোড, মধ্যপাড়া, হিন্দুপাড়া, বড় পাড়া, উত্তর মান্ডা ট্রাকস্ট্যান্ড, ডগাইরের পূর্বপাড়া ও বামুইল এলাকার ২৯৯টি বাসাবাড়ি ও নির্মাণাধীন ভবনে এ অভিযান পরিচালনা করে এবং অভিযানকালে ১০টি ভবনে মশার লার্ভা পাওয়ায় ১০ মামলায় সংশ্লিষ্ট ব্যক্তিদের ৭০ হাজার ১০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া অভিযানকালে আরো ৯টি স্থাপনায় সামান্য পরিমাণে মশার লার্ভা পাওয়ায় সেসব স্থাপনার বাসিন্দাদের সতর্ক করা হয়। এ সময় খিলগাঁওয়ের ইমামবাগ এলাকার মাহবুবুল হক ভূঁইয়া আজ মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে তার বাড়ির পানির হাউজ পরিষ্কার করার অঙ্গীকার করেন।

এক নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ আব্দুল্লাহ সাদীদ ১৬ নম্বর ওয়ার্ডের কাঁঠালবাগানের ফ্রি স্কুল স্ট্রিট এলাকায় ৪৫টি বাসাবাড়ি ও স্থাপনায় অভিযান পরিচালনা করেন। অভিযানকালে প্যারাডাইস মারিয়া ও ফেয়ারদিয়া কমপ্লেক্স নামক ভবনের অভ্যন্তরে এডিস মশার প্রচুর লার্ভা পাওয়ায় যথাক্রমে ২৫ হাজার ও ২০ হাজার টাকা এবং পার্শ্ববর্তী আরেকটি ভবনকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন। দুই নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ আব্দুল্লাহ সাদীদ ২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ বনশ্রী এলাকায় ২০টি বাসাবাড়ি ও স্থাপনায় অভিযান পরিচালনা করেন একটি স্থাপনায় মশার লার্ভা পাওয়া যাওয়ায় একটি মামলায় এক হাজার টাকা জরিমানা আদায় করেন। তিন নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: দেলোয়ার হোসেন ১৪ নম্বর ওয়ার্ডের জিগাতলা এলাকায় ৮৪টি বাসাবাড়ি ও স্থাপনায় অভিযান পরিচালনা করেন এবং দু’টি স্থাপনায় মশার লার্ভা পাওয়ায় দুই মামলায় এক হাজার ১০০ টাকা জরিমানা আদায় করেন। পাঁচ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী নাহিদ ইভা ৫২ নম্বর ওয়ার্ডের মুরাদপুর মাদরাসা রোড ও রজব আলী সরদার রোড এলাকায় ৪৩টি বাসাবাড়ি ও স্থাপনায় অভিযান পরিচালনা করেন এবং চারটি স্থাপনায় মশার লার্ভা পাওয়ায় ৩ মামলায় আট হাজার টাকা জরিমানা আদায় করেন। সাত অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিলুর রহমান ৭২ নম্বর ওয়ার্ডের মধ্যপাড়া, হিন্দুপাড়া, উত্তর মান্ডা ট্রাকস্ট্যান্ড এলাকায় ৬০টি বাসাবাড়ি ও স্থাপনায় অভিযান পরিচালনা করেন। আদালত এ সময় আটটি স্থাপনায় মশার লার্ভা পায় এবং আগামী দিনে এডিস মশার লার্ভা পাওয়া গেলে বড় আকারে জরিমানা করা হবে বলে সতর্ক করে দেয়। আট নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: ইয়াছিন ৬৬ নম্বর ওয়ার্ডে ডগাইরের পূর্বপাড়া ও বামুইল এলাকায় ৪৭টি বাসাবাড়ি ও স্থাপনায় অভিযান পরিচালনা করেন। আদালত এ সময় একটি স্থাপনায় মশার লার্ভা পাওয়ায় এক মামলায় ১০ হাজার টাকা জরিমানা আদায় করেন।

ডেঙ্গুর মৌসুমে সবাইকে সচেতন থাকার আহ্বান ডিএনসিসি মেয়রের : ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো: আতিকুল ইসলাম বলেছেন, এবার ডেঙ্গু মৌসুম শুরু হওয়ার আগ থেকেই আমরা ব্যবস্থা নিয়েছে। বাড়িতে বাড়িতে গিয়ে প্রচারণা চালিয়েছি। সিটি করপোরেশনের মশক কর্মীরা নিয়মিত ওষুধ দিচ্ছে। তিন দিন অন্তর অন্তর আমরা যদি বাসাবাড়ি পরিষ্কার করে জমে থাকা পানি ফেলে দিতে পারি তাহলে কোনোভাবেই ডেঙ্গুর প্রকোপ ঘটবে না। এত কিছুর পরও যদি কারো ব্যক্তিগত আঙ্গিনায় মশার লার্ভা পাওয়া যায় আমরা মামলা ও জরিমানা করছি। কারণ সবার আগে মানুষের জীবন। গতকাল রাজধানীর ভাষানটেকে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের উৎসাহ প্রদানের লক্ষ্যে শিক্ষাসামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। চীনের সহায়তায় এসব শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক মন্ত্রী লিউ জিয়ানচাও উপস্থিত ছিলেন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সমাজকল্যাণ মন্ত্রী ডা: দীপু মনি এমপি। আরো উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়া ওয়েন, ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফেন লিলার প্রমুখ।

 


আরো সংবাদ



premium cement
ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির কেন্দ্রীয় নেতার ‘শূন্য পাঁচ’ কর্মসূচি ঘোষণা সিরিয়া যাচ্ছেন কাতারের প্রতিনিধিদল ভারত কখনো চায়নি বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াক : মিয়া গোলাম পরওয়ার ‘উৎপাদনের জন্য কৃষি পণ্য ও উপকরণ সহজলভ্য এবং সিন্ডিকেট ভেঙে দিতে হবে’ পলিথিনে মোড়ানো নবজাতকের লাশ! আপনাকে ধরে এনে বিচার করা হবে : মোবারক হোসেন কালীগঞ্জে ইসকন নিষিদ্ধের দাবিতে উলামা পরিষদের বিক্ষোভ নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করে সরে যাবো : পররাষ্ট্র উপদেষ্টা ভারতকে দেয়া ‘বিশেষ সুবিধা’ বাতিল করল সুইজারল্যান্ড বুদ্ধিজীবী দিবসে ঢাবি ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের শ্রদ্ধা কবি হেলাল হাফিজের প্রথম জানাজা অনুষ্ঠিত

সকল