১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

সিদ্ধিরগঞ্জে যুবলীগ অফিসে হামলা-ভাঙচুর, নারী নেত্রীকে শ্লীলতাহানি

-

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নাসিক ২ নং ওয়ার্ডে যুবলীগের অফিসে রোববার সন্ধ্যায় হামলা চালিয়েছে দুর্ধর্ষ কিশোর গ্যাং টেনশন গ্রুপের লিডার রাইসুল ইসলাম সীমান্ত ও তার সহযোগীরা। এ সময় তারা অফিস ভাঙচুরও করে যুবলীগ নেতা ইয়াসিন আরাফাত রাসেলকে মারধর করে। এ ছাড়াও সেখানে থাকা মহিলা নেত্রী ফাতেমাকে মারধর ও শ্লীলতাহানি করে। পরে আশপাশের লোকজন এগিয়ে এলে এ ঘটনায় কোনো আইনগত ব্যবস্থা না নেয়ার জন্য হুমকি দিয়ে চলে যায় তারা। আহত রাসেল বলেন, স্বেচ্ছাসেবকলীগ নেতা পরিচয়দানকারী শফিকুল ইসলাম শফির ছেলে টেনশন গ্রুপের লিডার রাইসুল ইসলাম সীমান্ত, মিজমিজি এলাকার টুলুর ছেলে মইন, কাশেমের ছেলে মুন্না, মজিবুরের ছেলে আলামিন দেশীয় অস্ত্র নিয়ে আকস্মিক এ হামলা চালায় এবং অফিস ভাঙচুর করে। এ সময় আমাদের মারধর করে টেবিলের ড্রয়ার থেকে ১ লাখ ৬০ হাজার টাকা ও একটি মোবাইল ফোন নিয়ে যায়।
নারী নেত্রী ফাতেমা জানান, তাকে মারধর করে পরনের কাপড় ছিড়ে ফেলে ও শ্লীলতাহানি করে কিশোরগ্যাং টেনশন গ্রুপের লিডার সীমান্ত। এ ঘটনায় তিনি আইনগত ব্যবস্থা নিতে সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত আবেদন করেছেন।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ওসি আবু বক্কর সিদ্দিক বলেন, এ ঘটনায় ফাতেমা নামে এক নারী নেত্রী অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। কোনো অপরাধীকে ছাড় দেয়া হবে না।

 


আরো সংবাদ



premium cement