রংপুরের সেবা হাসপাতাল সিলগালা
- রংপুর অফিস
- ২৫ জুন ২০২৪, ০০:০৫
অবৈধভাবে পরিচালনার দায়ে রংপুর মহানগরীর ধাপ এলাকার সেবা হসপিটাল সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সাথে কর্তৃপক্ষকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
সোমবার বিকেলে রংপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা অভিযান চালিয়ে হসপিটালটি সিলগালা এবং জরিমানার এ আদেশ দেন। এ সময় রংপুর মহানগর পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট মৃধা জানান, অভিযানের সময় বৈধ কোনো কাগজপত্রই দেখাতে পারেনি সেবা হসপিটাল কর্তৃপক্ষ। হসপিটাল কিংবা ক্লিনিক পরিচালনার ন্যূনতম কোনো শর্তই তাদের মধ্যে ছিল না। কিন্তু দীর্ঘদিন আইনের চোখ ফাঁকি দিয়ে তারা অবৈধভাবে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করত। এতে প্রতারিত হতেন সাধারণ মানুষ। এর আগেও ওই হাসপাতালে অভিযান পরিচালনা করে কর্তৃপক্ষকে সতর্ক করা হয়েছিল। কিন্তু তারা কোনো শর্তই পূরণ করেননি।
তিনি আরো জানান অভিযানের সময় সেখানে মালিক উপস্থিত ছিলেন না। ভারপ্রাপ্ত ম্যানেজার রকিবুল হাসান জরিমানার এক লাখ টাকা প্রদান করেন।
ওই হাসপাতালের চিকিৎসকরাও রেজিস্টার্ড ছিলেন না। নাজমুল আলম শুভ নামের একজন ডাক্তার সেখানে পাই। তার এমবিবিএস ঠিক আছে। কিছু সাইনবোর্ডে ভুয়া ডিগ্রি লাগিয়েছে। তার বিষয়ে সিভিল সার্জন অফিস ব্যবস্থা নিবে।