১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

আওয়ামী লীগ কঠিন সময়কে জয় করে এখন দুর্জয় শক্তি : আ জ ম নাছির

-

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেছেন, আওয়ামী লীগের প্রতিষ্ঠার পর গৌরবময় অভিযাত্রার ৭৫ বছরে চড়াই-উৎড়াই অতিক্রম করে এখন একটি বিশেষ মহীরূহে পরিণত হয়েছে। উপমহাদেশের ঐতিহ্যবাহী প্রাচীনতম এ সংগঠন আজ সারা বিশ্বে উন্নয়ন ও সমৃদ্ধির রোল মডেলে পরিণত হয়েছে। আওয়ামী লীগ নানান ফুলের সুরভিত নন্দিত বাগান। এ বাগানে কিছু আগাছা-পরগাছা থাকতেই পারে। এগুলো বাগানের উর্বরতা শক্তি কেড়ে নিতে পারে। সময়ের প্রয়োজনে এ আগাছা-পরগাছা সাফ করতে হবে। তাহলেই বাগানের ফুলগুলো আরও বেশি বিকশিত হবে এবং এভাবে আওয়ামী লীগ বিশ্বময় সুবাস ছড়াবে।
তিনি গত রোববার বিকেলে লালদীঘি ময়দানে আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী উদযাপন উপলক্ষে আনন্দ র্যালি-পূর্বানুষ্ঠানে সভাপতির বক্তব্যে এ কথা বলেন।

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, আজ থেকে ৭৫ বছর আগে এক কঠিন ক্রান্তিকালে আওয়ামী লীগের জন্ম হয়েছিল ঐতিহাসিক প্রয়োজনে। আওয়ামী লীগের প্রতিষ্ঠার পর থেকে বাঙালির যা কিছু অর্জন ও সাফল্য তা আওয়ামী লীগের মুকুটে পালক হিসেবে গুচ্ছবদ্ধ হয়ে আছে। সাফল্যের এ পালকগুলো অগণিত নেতাকর্মীর ত্যাগ, পরিশ্রম ও নিষ্ঠা এবং দীর্ঘ লড়াই-সংগ্রামের ফসল হিসেবে অর্জিত হয়েছে। তাই আওয়ামী লীগ বারবার কঠিন সময়কে জয় করে একটি দুর্জয় শক্তিতে পরিণত হয়েছে। তিনি আরো বলেন, বহুমুখী বৈশ্বিক ও অভ্যন্তরীণ সঙ্কটের মধ্যেও আওয়ামী লীগ দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বসভায় মাথা উঁচু করে দাঁড়িয়েছে। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরীও এতে বক্তব্য রাখেন। সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসান মাহমুদ হাসনি এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুকের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত আনন্দ র্যালি উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, শফিক আদনান, চৌধুরী হাসান মাহমুদ হাসনি, অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, চন্দন ধন, মশিউর রহমান চৌধুরী। সভা মঞ্চে উপস্থিত ছিলেন আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, বদিউল আলম, উপদেষ্টা শফর আলী, শেখ মাহমুদ ইসহাক, এনামুল হক চৌধুরী, সম্পাদক মণ্ডলীর সদস্য সৈয়দ হাসান মাহমুদ শমসের, মো: হোসেন, ইঞ্জিনিয়ার মানস রক্ষিত, জোবায়রা নার্গিস খান, দিদারুল আলম চৌধুরী, শহিদুল আলম, জহর লাল হাজারী, চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা মহিউদ্দিন, নির্বাহী সদস্য এম এ লতিফ এমপি, মহিউদ্দিন বাচ্চু এমপি প্রমুখ।


আরো সংবাদ



premium cement
সিরাতুন্নবী সা: মানবজাতির জন্য একটি বিশ্বজনীন বার্তা : ধর্ম উপদেষ্টা এখন দলকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধ থাকতে হবে : নাসের রহমান খাগড়াছড়িতে গাড়ি উল্টে যুবক নিহত ডিসেম্বরের পর নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করতে হবে : গোলাম পরওয়ার অন্তর্বর্তী সরকার সমৃদ্ধ-সুশাসিত বাংলাদেশ গঠনে অঙ্গীকারবদ্ধ : প্রধান উপদেষ্টা ইউক্রেনে শান্তিরক্ষী মোতায়েনের প্রস্তাব : ম্যাক্রোঁ ও টাস্কের বৈঠক বেনাপোল বন্দরে এলো আমদানি করা ৪৬৮ টন আলু রাজশাহীতে পাহারাদারের লাশ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন শ্রমিকদের মাঝে বেতন বৈষম্য দূর করতে হবে : গোলাম পরওয়ার হেলাল হাফিজ : একটি কবিতা লিখে যিনি ছাত্রাবস্থায় তারকাখ্যাতি পেয়েছিলেন পার্লামেন্টে প্রথম বক্তৃতায় যা নিয়ে কথা বললেন প্রিয়াঙ্কা গান্ধী

সকল