কালুরঘাট সেতুর ওয়াকওয়ে পথচারীদের জন্য উন্মুক্ত
- চট্টগ্রাম ব্যুরো
- ২৩ জুন ২০২৪, ০২:৩০
চট্টগ্রামের কর্ণফুলী নদীর ওপর কালুরঘাট সেতুতে পথচারীদের চলাচলের জন্য ওয়াকওয়ে খুলে দেয়া হয়েছে। সেতুর দক্ষিণপাশ দিয়ে বিশেষ প্রযুক্তিতে নির্মিত ছয় ফুট চওড়া ওয়াকওয়ে দিয়ে উভয়দিক থেকে পথচারীরা চলাচল করতে পারবেন। ১৯৩০ সালে কর্ণফুলী নদীর ওপর কালুরঘাট সেতু নির্মাণ করেছিল ব্রিটিশরা। ২৩৯ মিটার দীর্ঘ এ সেতুটি গত বছর ১ আগস্ট থেকে শুরু হয়ে ডিসেম্বরে সংস্কার কাজ শেষ করে। ডিসেম্বরে প্রথম ধাপের সংস্কারের পর সেতুর ওপর দিয়ে ট্রেন চলাচল শুরু হয়। গতকাল থেকে ওয়াকওয়ে পথচারীদের চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়।
পূর্বাঞ্চলীয় রেলওয়ের প্রধান প্রকৌশলী মোহাম্মদ আবু জাফর মিঞা নয়াদিগন্তকে বলেন, ‘আমরা বুয়েটের পরামর্শে দৃষ্টিনন্দন ওয়াকওয়ে নির্মাণের কাজটি শেষ করলাম। ইতিমধ্যে মানুষের চলাচলের জন্য তা খুলেও দেয়া হয়েছে। এখন শুধু বাকি রইল সড়ক। সড়ক পথ নিয়েও আর বেশিদিন অপেক্ষায় থাকতে হবে না।
জানা গেছে, ৫৫ কোটি টাকা ব্যয়ে সংস্কার কাজটি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) বিশেষজ্ঞদের পরামর্শে সম্পন্ন হয়। এর আগে ১৯৮৬-৮৭ এবং ২০০৪-০৫ সালে দুই দফায় সেতুর সংস্কার কাজ শুরু হয়েছিল। তখন সেতুর ওপরের পাটাতন পরিবর্তন করে নতুন করে রেললাইন বসানো হয়েছিল। ডিসেম্বরে প্রথম ধাপের সংস্কারের পর সেতুর ওপর দিয়ে ট্রেন চলাচল শুরু হয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা