মোহছেন আউলিয়ার মাজার কমপ্লেক্স উদ্বোধন
- ২১ জুন ২০২৪, ০১:৪৪
আলহাজ হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র আলহাজ মোহাম্মদ মনজুর আলমের অর্থায়নে আধুনিক ও ইসলামিক স্থাপত্য শিল্পের আদলে অত্যন্ত সুন্দর ও মনোরমভাবে পুনর্নির্মিত হয়েছে বারো আউলিয়ার অন্যতম আধ্যাত্মিক সাধক হজরত শাহ মোহছেন আউলিয়া (র:)-এর মাজার কমপ্লেক্স। গত মঙ্গলবার খতমে কুরআনে পাক, খতমে মাজমুয়ায়ে সাল্লাতে রাসূল সা: মিলাদকিয়াম ও মুনাজাতের মধ্য দিয়ে মাজার শরিফ শুভ উদ্বোধন হয়েছে। চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র আলহাজ মোহাম্মদ মনজুর আলম মাজার জিয়ারত, নতুন গিলাব জড়িয়ে এবং মুনাজার্তে মধ্য দিয়ে নবনির্মিত আধুনিক স্থাপত্যের এ মাজার শরিফ উদ্বোধন করেন। ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে পবিত্র মাজার শরিফ উদ্বোধনীতে মোস্তফা হাকিম পরিবারের আলহাজ এম এ তাহের, হজরত গরিবুল্লাহ (র:)-এর মাজারের মোতাওয়াল্লি শফর আলী, হজরত বায়েজিদ বোস্তামী (র:)-এর মাজারের মোতাওয়াল্লি হাবিবুর রহমান, হজরত শাহ মোহছেন আউলিয়া (র:)-এর মাজারের মোতাওয়াল্লি এস এম ফজলুল করীমসহ অন্যান্য মোতাওয়াল্লি, সাবেক কমিশনার নেওয়াজ খান, সমাজসেবক হারুন ইউছুফ, আলহাজ হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের সভাপতি আলহাজ মোহাম্মদ নিজামুল আলম, নির্বাহী পরিচালক আলহাজ মোহাম্মদ সরোয়ার আলম, পরিচালক-আলহাজ মোহাম্মদ সাইফুল আলম, আলহাজ মোহাম্মদ সাহিদুল আলম, সমাজসেবক জাহিদুল হক সিবলুসহ হজরত মোহছেন আউলিয়ার আওলাদ, ওয়ারিশ, খাদেম, ওলামায়ে কেরাম, হাফেজসহ অগণিত আশেক ভক্ত ও সম্মানিত ব্যক্তি এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা