ঢাকা উত্তর সিটির খাল পাড়ের বর্জ্য অপসারণ করল দক্ষিণ সিটি
- নিজস্ব প্রতিবেদক
- ২১ জুন ২০২৪, ০১:৪৩
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন বনশ্রী খাল পাড়ের (মেরাদিয়া খাল) ৪১১.৫০ মেট্রিক টন বর্জ্য অপসারণ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
বুধবার দুপুর ১২ থেকে শুরু হয়ে রাত ৩টা পর্যন্ত মোট ৬৪টি ট্রিপের মাধ্যমে এই বর্জ্য অপসারণ করা হয়েছে। বর্জ্য অপসারণ কার্যক্রমে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের ভাষ্য মতে এই ৪১১.৫০ টন বর্জ্যের মধ্যে মাত্র এক টনের মতো কোরবানির বর্জ্য। এ ছাড়া বাকি বর্জ্যরে মধ্যে পচা ফলমূল, ফলমূলের টুকরি, নির্মাণ সামগ্রীর উচ্চিষ্টাংশ (রাবিশ) ইত্যাদি রয়েছে। বনশ্রী এলাকার খাল পাড়ের বর্জ্য অপসারণ নিয়ে গণমাধ্যমে বিভিন্ন খবর প্রচারিত হয়। বিষয়টি ডিএসসিসি মেয়রের নজরে আসার পর করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: মিজানুর রহমান বর্জ্য ব্যবস্থাপনা বিভাগকে তা অপসারণের নির্দেশ দিয়ে বলেন, এলাকা কোনো সিটি করপোরেশনের আওতাধীন তা নিয়ে দড়ি টানাটানি না করে ঢাকাবাসীকে স্বস্তি দিতে বনশ্রী এলাকার খাল পাড়ের বর্জ্য অপসারণ করুন।
প্রধান নির্বাহী কর্মকর্তার নির্দেশ পেয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ১০টি ডাম্প ট্রাক, একটি হুইল স্কেভেটর ও একটি বেক-হো লোডার এবং প্রয়োজনীয় জনবল নিয়ে বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু করে। গতকাল বৃহস্পতিবারের মধ্যে সেখানকার বর্জ্য অপসারণ সম্পন্ন হওয়ার কথা জানালেও তা আগের রাত ৩টার মধ্যেই সম্পন্ন করে ডিএসসিসির বর্জ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা