০৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১, ৫ রজব ১৪৪৬
`

যুবককে শিকলে বেঁধে বিড়ির ছ্যাঁকা, মারধর হাসপাতালে ভর্তি

-

চুয়াডাঙ্গার দর্শনা থানার রাঙিয়ারপোতা গ্রামে যুবককে ডেকে নিয়ে গিয়ে শিকলদিয়ে বেঁধে রাতভর লাঠিসোঁটা দিয়ে মারপিট ও বিড়ির আগুন দিয়ে গায়ে ছ্যাঁকা দেয়াসহ মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগ উঠেছে। সোমবার ঈদের দিন রাতে এ ঘটনা ঘটে। পরদিন মঙ্গলবার আহত যুবককে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত যুবকের মা আলেয়া বেগম ও গ্রামবাসীরা জানান গত ৬ বছর আগে দর্শনা আকন্দবাড়িয়া গ্রামের আবাসন এলাকার রবিউল হকের ছেলে রনি আহম্মদের (২২) সাথে একই গ্রামের বাড়ির নজু মিয়ার মেয়ে প্রেমা খাতুনের (১৮) বিয়ে হয়। গত দুই মাস আগে তাদের মধ্যে বিভেদ দেখা দিলে ছাড়াছাড়ি হয়ে মেয়ের দুলাভাইয়ের বাড়ি রাঙিয়ারপোতায় মেয়েটি চলে যায়। ঈদের রাতে রনি আহম্মেদকে তার তালাক প্রাপ্ত স্ত্রী প্রেমা খাতুন ও তার দুলাভাই সোনা মিয়াসহ বেশ কয়েকজন ডেকে নিয়ে যায় বলে রনি আহম্মেদের মা আলেয়া বেগম জানান। রনি আহম্মদ যাওয়ার পরপরই তাকে ধরে শিকল দিয়ে বেঁধে মারপিট, বিড়ির আগুনের ছ্যাঁকা ও গোপনাঙ্গ চটকিয়ে মারাত্মক আহত করার অভিযোগ ওঠে। তার চিৎকারে এলাকাবাসী রনি আহম্মেদের বাড়ি খবর দিলে আত্মীয় স্বজনরা রাতে উদ্ধার করে পরদিন মঙ্গলবার চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন।
দর্শনা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা জানান ঘটনাটি শুনেছি, তবে এখনো পর্যন্ত কেউ থানায় অভিযোগ বা মামলা করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

 


আরো সংবাদ



premium cement